মিরাজ ঘূর্ণিতে ১১১ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

প্রথম পাতা » খেলাধুলা » মিরাজ ঘূর্ণিতে ১১১ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ
রবিবার, ২ ডিসেম্বর ২০১৮



---

নিউজটুনারায়ণগঞ্জঃ মেহেদী হাসানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মিরপুর টেস্টে বাংলাদেশের ৫০৮ রানের জবাবে ১১১ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চেয়ে ৩৯৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিং করতে নেমেছে ক্যারিবীয়রা। নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার কোনো দলকে ফলোঅন করাল টাইগাররা।

৫ উইকেটে ৭৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। রোববার তৃতীয় দিনে মাত্র ৫১ মিনিটি ব্যাটিং করেই বাকি ৫ উইকেট হারিয়ে ফেলে অতিথিরা। মিরাজ একাই নিয়েছেন ৭ উইকেট, অধিনায়ক সাকিব আল হাসান নিয়েছেন ৩টি।

দিনের শুরুতেই ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন মিরাজ। শিমরন হেটমায়ারকে কট এন্ড বোল্ড করে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন এই অফস্পিনার। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৫৩ বলে ৩৯ রান করেছেন হেটমায়ার।

এরপর দেবেন্দ্র বিশুকে (১) সাদমান ইসলামের ক্যাচ বানিয়ে নিজের পঞ্চম উইকেটের দেখা পান মিরাজ। নিজের পরবর্তী ওভারে এই অফস্পিনার তুলে নেন কেমার রোচকেও (১)। দলীয় ৯২ রানে ৮ উইকেট হারিয়ে ধুকতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তাদের আর বেশিদূর এগোতে দেননি মিরাজ-সাকিব। ১৯ রানের মধ্যেই বাকি দুটি উইকেট ভাগাভাগি করে নেন তারা। তাতে ১১১ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়রা। টেস্টে বাংলাদেশের বিপক্ষে এটি তাদের সর্বনিম্ন ইনিংস।

এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার সেরা ইনিংসে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫০৮ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ ১৩৬, অধিনায়ক সাকিব আল হাসান ৮০ আর অভিষিক্ত সাদমান ইসলাম করেছিলেন ৭৬ রান।

বাংলাদেশ সময়: ১২:২২:৪৬   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ