এবার ‘পরিবর্তন’ নিয়ে প্রশ্ন তুললেন খোদ মুখ্যমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » এবার ‘পরিবর্তন’ নিয়ে প্রশ্ন তুললেন খোদ মুখ্যমন্ত্রী
সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮



---

নিউজটুনারায়ণগঞ্জঃ পঞ্চায়েত ভোটে কেশিয়াড়ির পঞ্চায়েত সমিতিতে জেতে বিজেপি৷ যদিও এখনও তারা সমিতির বোর্ড গঠন করতে পারেনি৷ সেই প্রসঙ্গ টেনে কেশিয়ারির সরকারি জনসভায় মুখ্যমন্ত্রী স্বীকার করে নেন, ‘‘আপনাদের রাগ হয়েছিল বুঝতে পারছি৷ আমি মানুষকে ভুল বুঝি না৷ কোনও কোনও নেতা, কর্মী বাজে কাজ করেছে৷ তাদের আমরা দল থেকে সরিয়ে দিয়েছি৷’’ জনগনের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, ‘‘বদল করে কাদের আনলেন? যারা দেশ বিক্রি করে দিচ্ছে তাদের এনে লাভ কী?’’

কেশিয়াড়ির বাসিন্দাদের মন পেতে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘জেলা পরিষদের তরফে রাজ্যের সব সামাজিক প্রকল্প যেন কেশিয়াড়ির মানুষের কাছে ভালোভাবে পৌঁছয়৷’’ দলের তরফে কেশিয়াড়িতে জমি ফিরে পেতে এদিন শুভেন্দু অধিকারীকে নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো৷

নাম না করলেও কেশিয়া়ড়ির সরকারি জনসভা থেকে এদিন বিজেপিকে বিঁধতে ছাড়েননি মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘‘কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে৷ বিভেদের সৃষ্টি করে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে৷’’ যোগী আদিত্যনাথ সম্প্রতি হনুমানকে দলিত বলেছেন৷ এই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘‘মানুষের সঙ্গে এবার পশু, পাখিদেরও যুক্ত করে দেওয়া হবে৷’’

তিনি কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরোধীতা করেন৷ জানাতে ভোলেননি, ‘‘সিবিআই ও ইডিকে দলীয় সাইনবোর্ডে পরিণত করা হচ্ছে৷ েইভাবে দেশ চলচে পারে না৷’’ এরাজ্যে আগামী ৭ই ডিসেম্বর থেকে গণতন্ত্র বাঁচাও যাত্রা করবে বিজেপি৷ তার বিরোধীতা করেন মমতা৷ তাঁর হুশিয়ারি, ‘‘এরাজ্যে গেরুয়া বাহিনী রাবণ যাত্রা করবে৷ তৃণমূল রাজনীতির মাধ্যমে সেই যাত্রা ধ্বংশ করবে৷’’

মুখ্যমন্ত্রীর জনসবায় তুলে ধরেন তাঁর আমলে পশ্চিম মেদিনীপুর জেলার উন্ননের খতিয়ান৷ কেলেঘাই কপালেশ্বরী নদীর বন্যায় প্রতি বছর বন্যায় নাজেহাল হতে হয় এই অঞ্চলের বাসিন্দাদের৷ রাজ্য সরকার সমস্যা সমাধানে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে জানান৷ বন্যা রোধে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রকে বলা হলেও তা করছে না বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর৷

এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘‘পশ্চিম মেদিনীপুরের মানুষের বহু দিনের দাবি ছিল নয়াগ্রাম ও কেশিয়াড়ি সংযোগকারী একটি সেতুর৷ সেই দাবি তাঁর সরকার ইতিমধ্যেই পূরণ করেছে৷ তৈরি হয়েছে জঙ্গলকন্যা সেতু৷ এর ফলে জেলার যাতায়াত ব্যবস্থা যেমন উন্নত হবে তেমনই সুবিধা হবে দীঘা পৌছতে৷’’

সামনেই লোকসভা৷ পঞ্চায়েতেই প্রমাণ কেশিয়াড়ি সহ পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে প্রভাব বিস্তার করছে বিরোধী বিজেপি৷ ড্যামেজ কন্ট্রোলে মরিয়া রাজ্যের শাসক শিবির৷ মুখ্যমন্ত্রীর জেলা সফরে স্থান পেয়েছে কেশিয়াড়ি৷ জনসভা থেকে দলের অভিযুক্ত নেতাদের সবক শেখানোর কথা বলে প্রশ্ন তুললেন পঞ্চায়েত সমিতিতে বদল নিয়ে৷ ডাক দিলেন কেশিয়াড়ি পুনরুদ্ধারের৷

বাংলাদেশ সময়: ১৬:২৪:২৪   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ