শোভন আসবেন, আশাবাদী ফিরহাদ হাকিম

প্রথম পাতা » আন্তর্জাতিক » শোভন আসবেন, আশাবাদী ফিরহাদ হাকিম
সোমবার, ৩ ডিসেম্বর ২০১৮



---

নিউজটুনারায়ণগঞ্জঃ কার্যত আর কয়েক মিনিটের অপেক্ষা৷ ছোট লালবাড়িতে শুরু হয়ে যাবে মেয়র নির্বাচনের পালা৷ নির্বাচনী পক্রিয়ায় অংশগ্রহণ করবেন কী প্রক্তন মেয়র শোভন চট্টাপাধ্যায়? তৃণমূলের অন্দরেই জল্পনা তুঙ্গে৷ প্রাক্তনের ভাট দেওয়ার ব্যাপারে অবশ্য আশাবাদী কলকাতার ভাবী মেয়র ফিরহাদ হাকিম৷ বললেন, ‘‘আমি আশা করছি শোভনবাবু মেয়র নির্বাচনী পক্রিয়ায় অংশ নেবেন৷’’

সূত্রের খবর, রবিবারই মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে কথা হয় প্রাক্তন মেয়দ শোভন চট্টোপধ্যায়৷ তখনই নাকি শোভনবাবু কলকাতা পুর নিগমের তৃণমূলের মেয়র পদ প্রার্থীকে ভোট পক্রিয়ায় যোগ দিতে আসার ক্ষেত্রে আশ্বস্ত করেছিলেন৷ জানিয়েছিলেন, তিনি তৃণমূলের অনুগত সৈনিক৷ দলনেত্রীর নির্দেশ মেনে কাজ করেন৷ ফলে সোমবার পুর নিগমে এসে দায়িত্ব পালন করবেন৷

প্রাক্তন মেয়র তথা বহু দিনের পুরোন বন্ধুর এই আশ্বাসেই ভরসা রাখছেন কলকাতার হবু মেয়র৷ এদিন ভোটের আগে পুরনিগমের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার আগে তাঁর স্পষ্ট ঘোষণা, ‘‘সবাই দলের অনুগত সৈনিক৷ আমরা দিদির কখা মেনে চলি৷ ১২১জন কাউন্সিলরের ভোটই আসবে ঝুলিতে৷’’ নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ফিরহাদ অনুগামী তখন বলছেন, শোভন চ্যাটার্জীর সঙ্গে কথা বলার পরই দাদা বেশ কনফিডেন্ট৷

মেয়র পদে দায়িত্ব নেওয়ার পরই কোন কাজে অগ্রাধিকার দেবেন তিনি? এ প্রশ্নে অবশ্য কিছুটা ডিফেন্সিভ কলকাতার বহু মেয়র৷ জানালেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন৷ তাঁর সম্মান রক্ষার্থেই আমরা একযোগে কাজ করব৷ ভোটে জেতার পরই স্থির করব কোন কাজটা আগে করব৷’’

শোভনবাবু দায়িত্ব ছাড়ায় মেয়র পদে ফের নির্বাচনের মুখোমুখি কলকাতা পুরনিগমের কাউন্সিলররা৷ সংখ্যাধিক্যের বিতারে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের জয় কেবল সময়ের অপেক্ষা৷ জানেন বিরোদীরা৷ তবে তাতে দমে না গিয়ে বিজেপি মেয়র পদে প্রর্থী করেছেন প্রাক্তন ডেপুটি মেয়র তথা পুরনিগমে গেরুয়া শিবিরের অন্যতম মুখ মীনাদেবী পুরহিত৷ তাদের লক্ষ্য তৃণমূলের থেকে অন্তত একটি ভোট ছিনিয়ে নিয়ে নেতিক জয়৷ এতেই সিদুঁরে মেঘ দেখছে কী শাসক দল? প্রশ্ন শুনেই মুচকি হাসি মন্ত্রী ফিরহাদের মুখে৷ জানিয়ে দিলেন, ‘‘বিরোধীরা স্বপ্ন দেখুক৷ আমরা বাস্তবে আছি৷’’

বিজেপি আদালতে না গেলেও বামেরা পুর আইন সংশোধন বিল পাশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়৷ তাতে অবশ্য মেয়র পদে বোট পক্রিয়া আটকায়নি৷ আদালতের নির্দেশে বোট হচ্ছে নির্দিষ্ট সময়েই৷ তৃণমূল শিবির এতেই নৈতিক জয়ের গন্ধ পেয়েছেন৷ একযোগে সবাই শাসক শিবিরে সবাই বলছেন, উন্নয়নের কাজ হবে এবার ফিরহাদ হাকিমের পরিকল্পনাতেই৷

বাংলাদেশ সময়: ১৬:২৭:৩৮   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ