বায়ুদূষণের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সরকার সেই দূষণ কোনোভাবেই আটকাতে পারছে না।
এ কারণে ভারতের দিল্লি সরকারকে ২৫ কোটি রুপি জরিমানা করেছে দেশটির একটি আদালত।
শুধু তা-ই নয়, দিল্লি সরকার জরিমানার এই অর্থ দিতে ব্যর্থ হলে প্রতি মাসে এর ওপর অতিরিক্ত ১০ কোটি রুপি বসানো হবে।
ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি) এই আদেশ দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দিল্লির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পারিশ্রমিক থেকে একটি নির্দিষ্ট অংকের অর্থ কেটে নিয়ে তা দিয়ে জরিমানা মেটানো হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গুরুগ্রাম, নয়ডা, ফরিদাবাদ ও গাজিয়াবাদের মতো জায়গায় বায়ুর গুণমান বিপদসীমা ছাড়িয়েছে। এছাড়া গত কয়েক সপ্তাহ ধরে দিল্লির বহু জায়গায় বায়ুদূষণ বেড়েছে।
বাংলাদেশ সময়: ১৪:১২:০৯ ২৫৩ বার পঠিত