দেশ সেবা করার সুযোগ কাজে লাগাতেই নির্বাচন: মাশরাফি

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশ সেবা করার সুযোগ কাজে লাগাতেই নির্বাচন: মাশরাফি
মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮



---

নিউজটুনারায়ণগঞ্জঃ দেশের জন্য কিছু করার সুযোগ পেয়েছি, সেটি কাজে লাগাতেই নির্বাচন এসেছি। বলেছেন মাশরাফি বিন মুর্তজা।

একাদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে নির্বাচনের অংশ নেয়ার সিদ্ধান্ত গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক। আজ মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনি এসব বলেন।

আগামী ৯ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। নির্বাচনের কারণে এই সিরিজে মাশরাফির খেলা নিয়ে ছিল শঙ্কা। যদিও সেই শঙ্কাকে উড়িয়ে দিয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। আগামী ৬ তারিখ ক্যারিবীয়দের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের খেলার বিষয়টিও নিশ্চিত করেন টাইগার অধিনায়ক।

শুরুতেই ৩৫ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, খেলার চলাকালীন সময় নির্বাচন নিয়ে কোনো কথা না হোক তাই সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তিনি বলেন, খেলার সময় এনিয়ে নিয়ে প্রশ্ন না হোক তাই যেটা করার এখনি করে ফেলা হোক।

নির্বাচনের অংশ করার কারণে খেলা থেকে ফোকাস দূরে যাওয়ার বিষয়টি জানতে চাওয়া হয়।
এ প্রসঙ্গে তিনি জানান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ হলেই নির্বাচন নিয়ে ভাববেন। ডান-হাতি এই পেসার বলেন, ১৪ তারিখ পর্যন্ত সমস্ত মনোযোগ খেলায় দিব।

নির্বাচনের জন্য অনুপ্রাণিত হবার বিষয়ে মাশরাফি বলেন, বিশ্বকাপ শুরু হতে আরও ৭/৮ মাস বাকি। বিশ্বকাপ শেষ হবার পর নির্বাচনের আসবে আরও সাড়ে ৪ বছরের পর। এবারের নির্বাচন আমার কাছে সুযোগ। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সুযোগ দিয়েছেন আমার এলাকার জন্য কিছু কাজ করার। আর সেটিই কাজে লাগাতে চাই।

বাংলাদেশ সময়: ১৫:২১:৩৯   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ