চুম্বকের সাহায্যে ইয়াবা পাচার’মাদ্রাসা ছাত্রসহ নারী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » চুম্বকের সাহায্যে ইয়াবা পাচার’মাদ্রাসা ছাত্রসহ নারী আটক
মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮



---

নিউজটুনারায়ণগঞ্জঃ চুম্বকের সাহায্যে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় সাড়ে ৮ হাজার পিস ইয়াবা সহ সাবেক মাদ্রাসা ছাত্র ও এক নারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১১ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি চেকপোষ্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- ফোরকান (২৮) ও লায়লা বেগম।
ওই সময় তাদের কাছ থেকে সাড়ে ৮ হাজার পিস ইয়াবার ছাড়াও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল মহাসড়কের চিটাগাং রোড এলাকায় একটি বিলাশবহুল যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এসময় অভিনব কায়দায় চুম্বকের সাহায্যে বাসের সীটের নিচে সংযুক্ত করা অবস্থায় ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, ফোরকান চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় ইয়াবা চুম্বকের সহায়তায় বাসের সীটের তলায় সংযুক্ত করে কক্সবাজার থেকে ঢাকা ও এর আশপাশের এলাকায় সরবরাহ করে আসছে। আইন শৃংখলা বাহিনীর নজর এড়াতে ফোরকান মাদক পাচারে সহায়তা করার জন্য তার সাথে মোসাঃ লায়লা বেগমকে সহযাত্রী হিসেবে নিয়ে আসে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৩০   ৩৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ