খালেদা প্রার্থী হতে পারবেন কি না জানা যাবে আজ

প্রথম পাতা » আইন আদালত » খালেদা প্রার্থী হতে পারবেন কি না জানা যাবে আজ
মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮



---

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হতে পারবেন কি না তা আজ মঙ্গলবার জানা যাবে। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ আজ এ বিষয়ে আদেশ দেবেন। খালেদা জিয়ার পৃথক তিনটি রিট আবেদনের ওপর গতকাল সোমবার শুনানি শেষে আদেশের এদিন নির্ধারণ করেন আদালত।

এদিকে খালেদা জিয়ার মামলার শুনানি শুনতে গতকাল দুপুরে হাইকোর্টে হাজির হয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন বিশেষজ্ঞ ইরিনা মারিয়া গোনারি।

ফেনী-১, বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে খালেদা জিয়ার করা পৃথক তিনটি রিট আবেদনের ওপর গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, কায়সার কামাল, বদরুদ্দোজা বাদল প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজউদ্দিন মেহেদী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

গতকাল শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী বলেন, সংবিধান বা আইনের কোথাও বলা নেই যে শুধু নিম্ন আদালতে বা হাইকোর্টে দণ্ড হলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

বাংলাদেশ সময়: ১১:১৫:১০   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আইন আদালত’র আরও খবর


এমসি কলেজে দলবেঁধে ধর্ষণ: আদালত পরিবর্তন চেয়ে হাইকোর্টে আবেদন
পিকে হালদারের সহযোগী শঙ্খ ব্যাপারী কারাগারে
নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফের রাষ্ট্রপতির কাছে চিঠি
আর্থিক বিচারে এখতিয়ার বাড়লো সিভিল কোর্টের
সাবেক বিচারক শাহবাগ থানায় মেয়ের বিরুদ্ধে জিডি করলেন
কারাগারে ফরিদপুরের দুই ইউপি চেয়ারম্যান
নারী সাক্ষীর সঙ্গে অশোভন আচরণ করায় বিচারক প্রত্যাহার
রাজধানীতে মা-ছেলে হত্যা মামলায় স্বামীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিকৃত যৌন আচরণের শিকার হচ্ছে নারী ও শিশুরা
মাদক মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

আর্কাইভ