কালীঘাট থেকে ভগবানের দেশ-নজরে কংগ্রেস ভাগ্য

প্রথম পাতা » আন্তর্জাতিক » কালীঘাট থেকে ভগবানের দেশ-নজরে কংগ্রেস ভাগ্য
মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮



---

এবছর কি হাড়কাঁপানো ঠাণ্ডার খবর আসবে না মরুরাজ্য থেকে ? উত্তর ও পশ্চিম ভারতের ঠাণ্ডার খবরটাও কেমন চাপা পড়ে গিয়েছে৷ ডিসেম্বর মাসে এই অবস্থার জন্য এল নিনো কতটা দায়ী তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন হাওয়া মোরগের বিশেষজ্ঞরা৷ কিন্তু ভোট উত্তাপের তুমুল জল্পনা-কল্পনায় ভারত মজে রয়েছে৷ নজর রাজপুতনা, দেশের হৃদয়স্থল, নবগঠিত তেলেঙ্গানা, মাওবাদী উপদ্রুত ছত্তিশগড় ও মিজোরামে৷

নজর রেখেছে সব পক্ষই৷ বিশেষ করে বিরোধীরা৷ কারণ এই পাঁচ রাজ্যের বিধানসভার ফল আগামী লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে চলেছে৷ আর সেই লক্ষ্যেই কালীঘাট থেকে ভগবানের দেশের কর্ণধাররা মুখিয়ে ফলাফলের দিকে৷ এনডিএ তথা বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদের অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায় ও কেরলের শাসক পি.বিজয়ন৷ কলকাতার কালীঘাট মমতার বাসস্থান৷ আবার ভগবানের দেশ অর্থাৎ কেরল হল কমিউনিস্ট মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের রাজ্য৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মুহূর্তে নোটবন্দি ঘোষণা করেছিলেন, তার প্রতিবাদে রাজপথে প্রথম এই দুই মুখ্যমন্ত্রীকে দেখা গিয়েছিল৷ বাংলায় মমতা আর কেরলে বিজয়ন তুমুল গলা চড়িয়েছিলেন৷ এর পাশাপাশি প্রবল বিজেপি হাওয়ার মধ্যেও সরব হতে শুরু করেন অন্যান্য অ-বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা৷ সেই শুরু বিজেপি বিরোধী জোট শক্ত করার প্রক্রিয়া৷

এর মাঝে আরও শক্তিশালী চেহারা নিয়ে ফেলে বিজেপি৷ ত্রিপুরায় পতন হয়ে যায় বাম সরকারের৷ ফলে বিজেপি বিরোধী শক্তি কিছুটা ধাক্কা খায়৷ আর বাংলায় বিজেপি নিজের জমি শক্তিশালী করতে থাকে৷ তবে বিরোধী শিবিরের প্রথম বড় সাফল্যটা আসে পাঞ্জাব থেকে৷ সেখানে পরিবর্তনের ধাক্কায় কংগ্রেস ফিরে আসে৷ আর কর্নাটকে কংগ্রেস সরাসরি সংখ্যা গরিষ্ঠতা না পেয়ে জেডিএস-এর সঙ্গে জোট করে সরকার গঠন করে৷

তারপর একের পর এক সমীকরণে বিরোধী শিবির জমাট হয়েছে৷ দক্ষিণ থেকে উত্তর পশ্চিম থেকে পূর্ব দেশের একাধিক লোকসভা ও বিধানসভা এবং স্থানীয় নির্বাচনে বিজেপি খেয়েছে প্রবল ধাক্কা৷ তাতেই হাসি চওড়া হয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সহ বিরোধী নেতা-নেত্রীদের৷

উল্টোদিকে কংগ্রেস মুক্ত ভারত গড়ার স্বপ্নে বুঁদ হয়ে থাকা বিজেপির ঝুলিতে একটার পর একটা রাজ্য থাকায় তাদের ডোন্ট কেয়ার মনোভাবের ফল ভোটবাক্সে পড়তে শুরু করায় চিন্তিত মোদী-শাহ শিবির৷ যে পাঁচ রাজ্যের ফলাফল মঙ্গলবার বের হচ্ছে তার মধ্যে মধ্যপ্রদেশ,রাজস্থান, ছত্তিশগড়ে সরাসরি বিজেপি ক্ষমতায়৷ তেলেঙ্গানায় টিআরএসের প্রতি সমর্থন বিজেপির৷ আর মিজোরাম সরাসরি কংগ্রেসের দখলে৷ পরিবর্তনের হাওয়া জোরে বইতে শুরু করায়
চিন্তিত পদ্ম শিবির৷

এতেই খানিকটা কমফোর্ট ফিল করছেন মমতা-বিজয়নরা৷ স্বস্তি পেয়েছেন রাহুল গান্ধী।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৩৩   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ