পেটব্যথা : লিভার, পিত্তথলি ও পিত্তনালির পাথর

প্রথম পাতা » ছবি গ্যালারী » পেটব্যথা : লিভার, পিত্তথলি ও পিত্তনালির পাথর
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮



---

পিত্তথলিতে পাথর হওয়া অতিসাধারণ অসুখ। এ অসুখ বিশ্বজুড়ে ক্রমে বেড়েই চলেছে। মূলত আমাদের জীবনযাপনের ধারা পরিবর্তনের সঙ্গে এ রোগের বৃদ্ধি লক্ষণীয়। ইদানীং পিত্তনালিতে পাথরের আধিক্য বাড়ার সঙ্গে সঙ্গে অনেকে লিভারে পাথর সমস্যায় ভুগছেন। শাহানা বেগমের (ছদ্মনাম) কথাই ধরা যাক। বয়স ৪০ বছর। চাকরি করেন। ইতোমধ্যে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। পেটব্যথা। ব্যথা বাড়লে ওষুধ খান। ওষুধে ব্যথা কমে বলে রোগ আমল দেন না। ভালোই চলছিল। দিন যত যাচ্ছিল, ব্যথার তীব্রতা তত বাড়ছিল। ওষুধে আর কাজ হচ্ছিল না। সঙ্গে নতুন নতুন উপসর্গ যুক্ত হয়েছে। যেমন জ্বর, বমি ও বমি ভাব। জ্বর, যা ব্যথার সঙ্গে যোগ হলো। কাঁপুনি দিয়ে জ্বর আসে। কয়েক ঘণ্টা থাকে। এরপর ঘাম দিয়ে জ্বর ছাড়ে। প্রথম দিকে ৫/৬ মাস পর পর ব্যথা হতো। ব্যথার সঙ্গে জ্বর আসত। এরপর প্রতিমাসে ব্যথা হচ্ছে। হাসপাতালেও ভর্তি হতে হচ্ছে। একটি পরীক্ষার মাধ্যমে বোঝা গেল রোগটি। আল্ট্রাসনোগ্রাফির রিপোর্টে দেখা গেল, লিভারের বাম লোবের দুটি সেগমেন্ট (যা সেগমেন্ট ২ ও ৩ নামে পরিচিত) অসংখ্য পাথর। লিভারের এ অংশটি বাকি অংশের ৮ ভাগের দুভাগ মাত্র। ইংরেজিতে বলে বাম লেটারাল সেক্টর। তার পিত্তনালি ও পিত্তথলিতে পাথর। পিত্তনালির এ পাথর আকারে মার্বেল পাথরের মতো। যখন ব্লক করে, তখনই জ্বর হয়। ব্যথা হয়। বমি হয়। জন্ডিস হয় মাঝে মধ্যে। এরপর লিভার ফাংশন টেস্ট, সিটিস্ক্যান, এমআরসিপিসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখা হলো রোগটি ক্যানসারে রূপ নিয়েছে কিনা। রোগী অপারেশনের উপযোগী কিনা, এ জন্য আরও কিছু পরীক্ষা করানো হলো। অপারেশনের পর রোগী এখন পুরোপুরি সুস্থ। তবে ভবিষ্যতে যাতে রোগটি আর জটিল হয়ে না ওঠে বা ক্যানসারে রূপ না নেয়, এ জন্য লিভারের দুটি সেগমেন্ট (২ ও ৩ একত্রে) ফেলে দেওয়া হয়। পিত্তথলি ফেলে দেওয়া হয়েছে। পিত্তনালির পাথরটিও বের করে দেওয়া হয়েছে। রোগী এখন স্বাভাবিক জীবনযাপন করছেন।

লেখক : অধ্যাপক, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্লান্ট

সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

চেম্বার : লিভার গ্যাস্ট্রিক স্পেশালাইজড হাসপাতাল, বাড়ি-৭৫, রোড

বাংলাদেশ সময়: ১১:৩১:০২   ৩২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ