অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় জাতিসংঘ

প্রথম পাতা » আন্তর্জাতিক » অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় জাতিসংঘ
বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮



---

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। একই সঙ্গে নারী ও সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিতের কথাও বলেছেন তিনি।

আজ বৃহস্পতিবার এক ‍টুইট বার্তায় জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জাতিসংঘের মহাসচিবের উদ্বৃতি দিয়ে এই আহ্বান জানান।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক টুইট বার্তায় বলেন, ‘বাংলাদেশে আসন্ন নির্বাচনের আগে সহিংসতা, ভয় এবং বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। এ ছাড়া সংখ্যালঘু ও নারীসহ সকল বাংলাদেশি যেন অবশ্যই নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করতে পারে।’

তিনি বলেন, ‘সংখ্যালঘু ও নারীসহ সকল বাংলাদেশি নাগরিকরা যেন অবশ্যই নির্বাচনে নিরাপদে ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। নাগরিক সমাজ এবং নির্বাচন পর্যবেক্ষকদের নির্বাচন ব্যবস্থায় তাদের ভূমিকা পালনের মাধ্যমে এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করতে হবে।’

এ ছাড়া শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখারও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন গুতেরেস।

বাংলাদেশ সময়: ১৪:৩০:৫৮   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ