গঙ্গাসাগরের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর

প্রথম পাতা » আন্তর্জাতিক » গঙ্গাসাগরের উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রীর
শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮



---

পবিত্রভূমি গঙ্গাসাগর৷ কিন্তু তার উন্নয়নেই নজর দেয়নি কেন্দ্র৷ রাজ্যের তরফে বারংবার উন্নয়নের আবেদন করা হলেও তাতে কোনও পদক্ষেপ করে নি মোদী সরকার৷ গঙ্গাসাগরের উন্নয় প্রসঙ্গ টেনে সাগরতট থেকে মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী৷

শুক্রবার ডায়মণ্ডহারবার জেলা পুলিশের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী৷ সেখানেই কপিল মুণির আশ্রম ঘিরে উন্নয়নের তালিকা তুলে ধরেন তিনি৷ এই প্রসঙ্গেই উঠে আসে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কপিল মুণির আশ্রমকে ঘিরে কেন্দ্রকে বলেছিলাম উন্নয়নের জন্য৷ কিন্তু ওরা তাকিয়ে দেখার প্রয়োজন বোধ করেনি৷ আমরা ওদের থেকে ভিক্ষে নিতে যাব না৷ নিজেরাই উন্নয় করে দেখিয়ে দেব৷’’

তবে তাঁর আশ্বাস, কেন্দ্র বঞ্চনা করলেও রাজ্য সরকার উন্নয়নে খামতি রাখবে না৷ রাজ্যপাটে পালা বদলের পর থেকেই গঙ্গাসাগরকে নতুন চেহারায় সাজানো হয়েছে বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী৷ গঙ্গাসাগরকে পর্যটনের কেন্দ্র করে গড়ে তুলতে উদ্যোগী তৃণমূল সরকার৷ ক্ষমতায় আসার পর থেকেই সেখানে পুণ্যার্থী এবং পর্যটকদের থাকার জায়গা, রাস্তা, ঘাট, যোগাযোগের উন্নতি, অপ্রিতীকর ঘটনা এড়াতে নতুন থানা করা হয়েছে। ফলে সাগরে এখন শুধু মেলার সময়ই নয়, অন্যান্য সময়েও পর্যটকদের আনাগোনা বেড়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‘কেন্দ্রকে গঙ্গাসাগরে একটি বন্দর তৈরি করার অনুরোধ করলেও কেন্দ্র সে ব্যাপারে কোনও উদ্যোগ নেয়নি। এমকি তাদের কথা মতো প্রস্তাবিত বন্দরের শেয়ার ৭৪ শতাংশ ছাড়তে রাজি থাকলেও মুড়ি গঙ্গার উপর লোহার সেতু কারা তৈরি করেনি৷ অথচ, রাজ্য থেকে অন্তঃশুল্ক, সেস বাবদ নিয়মিত টাকা পাচ্ছে তারা।’’ মোদী সরকারের বিরুদ্ধে বাংলার উন্নয়ে বিমাতৃসুলভ আচরণের অভিযোগ মমতার৷

মকর সংক্রান্তিকে কেন্দ্র করে সেজে উঠছে সাগর৷ সংস্কার করা হয়েছে কপিল মুণির আশ্রম৷ পর্যটকদের জন্য বাড়ানো হয়েছে লঞ্চ পরিষেবা৷ রয়েছে বিমার আয়োজনও৷ এদিন মেলাকে কেন্দ্র করে যে বিপুল ভিড় হবে তা সামলাতে স্থানীয় ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যের আবেদন করেন মুখ্যমন্ত্রী৷

এদিনও মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক ও ভেদাভেদার রাজনীতির অভিযোগ করেন৷ পদ্ম শিবিরের ফাঁদে পা না দিতে সাবধান করে দেন জেলাবাসীকে৷ সামনেই লোকসভা ভোট৷ সেই লক্ষ্যেই ঘুঁটি সাজাচ্ছে শাসক শিবির৷ তাই মকর সংক্রান্তির আগেই সাগরভূমিতে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে উন্নয় বঞ্চনার তোপ দাগলেন মুখ্যমন্ত্রী৷ মনে করছে রাজনৈতিক মহল৷

বাংলাদেশ সময়: ১৮:৫৭:৩৯   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ