বন্ধ পুরীর মন্দিরের দরজা

প্রথম পাতা » আন্তর্জাতিক » বন্ধ পুরীর মন্দিরের দরজা
শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮



---

শুক্রবার জগন্নাথ দর্শন হল না পুরীর দর্শনার্থীদের৷ সকাল থেকে অপেক্ষা করেও মন্দিরে প্রবেশ করতে পারলেন না ভক্তরা৷ কারণ সারাদিনই বন্ধ রইল জগন্নাথ মন্দিরে প্রবেশের দরজা৷

ঝামেলার সূত্রপাত বৃহস্পতিবার৷ জগন্নাথ মন্দিরের সেবায়েত ভবানি শংকর মহাপাত্র তিন দর্শনার্থীকে নিয়ে মন্দিরের মূল দরজা দিয়ে প্রবেশ করছিলেন৷ তখনই তাঁদের পথ আটকায় পুলিশ৷ পুলিশের ধারণা ছিল এই দর্শনার্থীরা কেউ হিন্দু নন৷ আর হিন্দু না হলে জগন্নাথ মন্দিরে প্রবেশ করা যায় না৷ কিন্তু সেবায়েত দাবি করেন ওই তিন দর্শনার্থী বাঙালি৷ তবে সেই দাবি মানতে চায়নি পুলিশ৷

সেখান থেকে ঝামেলার শুরু৷ সেবায়েত ও পুলিশ বচসায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ সেবায়েত মহাপাত্রের অভিযোগ তাঁর কথা কোনওভাবেই বিশ্বাস করতে চায়নি পুলিশ৷ এমনকী তাঁর সঙ্গে রীতিমত দুর্ব্যবহার করা হয়েছে৷ সেবায়েতের এই অভিযোগ পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে মন্দিরের সেবায়েত সম্প্রদায়৷ মন্দির কর্তৃপক্ষ সেবায়েতদের অধিকারে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ ওঠে৷ এই ধরণের ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া হবে না বলে সেবায়েতদের পক্ষ থেকে জানানো হয়৷ সেবায়েত ও পুলিশের পক্ষ থেকে সিংহদ্বার থানায় একে অপরের বিরুদ্ধে দুটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে৷

সেই ঘটনার জের গড়িয়েছে শুক্রবারও৷ এদিন সকাল থেকেই বন্ধ রাখা হয়েছে মন্দিরের দরজা৷ ফলে জগন্নাথের দর্শন না পেয়ে খালি হাতেই ফিরে আসতে হয়েছে ভক্তদের৷ এমনকী জগন্নাথের ভোগও রান্না হয়নি এদিন৷ সব মিলিয়ে পুরী মন্দিরের আপাতত চূড়ান্ত অচলাবস্থার মধ্যে পড়তে হচ্ছে দর্শনার্থীদের৷ শুক্রবার সকালে পুরীর ডিস্ট্রিক্ট কালেকটর জ্যোতি প্রকাশ দাস পুরী মন্দিরে যান৷ কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন৷ কিন্তু সেভাবে কোনও লাভ হয়নি বলেই খবর৷

প্রসঙ্গত, ১৯৮৪ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি৷ কারণ তিনি একজন পারসিকে বিয়ে করেছিলেন৷ এমনকি সুইশ নাগরিক এলিজাবেথ জিগলার পুরীর মন্দিরে ২০০৬ সালে ১ কোটি ৭৮ লক্ষ টাকা অনুদান দেন৷ তাঁকেও এই মন্দিরে প্রবেশের অধিকার দেওয়া হয়নি, কারণ তিনি খ্রিস্টান ছিলেন৷

বাংলাদেশ সময়: ১৯:০০:০৪   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ