যশোরে টহল পুলিশের গাড়ি খাদে, আহত ৪

প্রথম পাতা » খুলনা » যশোরে টহল পুলিশের গাড়ি খাদে, আহত ৪
বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭



---যশোরে টহল পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ এবং এক আনসার ও গাড়ির চালক রয়েছেন।

বুধবার দিবাগত রাত তিনটার দিকে যশোর-মনিরামপুর সড়কের কানাইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, পুলিশ সদস্য জাহিদ হাসন (২৮), সঞ্জয় কুমার (২৬), আনসার সদস্য ইলিয়াস কাঞ্চন (৪৫) ও চালক জাকির হোসেন (২২)। আহত দুই পুলিশ সদস্য যশোর পুলিশ লাইনে কর্মরত আছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত জাহিদ জানান, রাত তিনটার দিকে একটি গাড়িতে করে যশোর-মনিরামপুর সড়কে টহল দিচ্ছিলেন তারা। ঘন কুয়াশার কারণে গাড়িটি খাদে পড়ে যায়। এতে চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল বাসার বলেন, আহতরা এখন সুস্থ আছেন।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড বলেন, আহতদের মধ্যে দুইজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকি দুইজন হাসপাতালেই ভর্তি আছেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৫:০৭   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা: আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা
মাগুরায় হাজার বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
সাতক্ষীরায় সীমান্তে ১৪৮টি আংটিসহ একজন আটক
খুলনায় হত‌্যা মামলায় একজনের ফাঁসির আদেশ
খুলনা-মংলা ব্রডগেজ লাইনের ৭৫ ভাগ কাজ সম্পন্ন
যশোর মণিরামপুরে যুবককে কুপিয়ে হত্যা
নড়াইলে সাংসদের স্ত্রীর বিরুদ্ধে মামলা
ভারতে পাচারকালে ২২ বাংলাদেশি উদ্ধার, গ্রেফতার ১
সাড়ে ৩ কোটি টাকা আত্মসাত করায় কর কর্মকর্তা চাকরিচ্যুত
সরকারি সম্পত্তি সুষ্ঠু নজরদারিতে ভূমি ডাটা ব্যাংক ব্যবহার করা হবে- ভূমিমন্ত্রী

আর্কাইভ