শিক্ষার্থীদের চরিত্রবান সুনাগরিক হওয়ার আহবান জানালেন জেলা প্রশাসক

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিক্ষার্থীদের চরিত্রবান সুনাগরিক হওয়ার আহবান জানালেন জেলা প্রশাসক
মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯



---

নিউজটুনারায়ণগঞ্জঃ শিক্ষার্থীদের চরিত্রবান সুনাগরিক হিসেবে গড়ে উঠার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়া।

জাতীয় বই উৎসব উপলক্ষে জেলার প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদানের আনুষ্ঠানিক উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। মঙ্গলবার (১ জানুয়ারি) সকাল ১০টায় নারায়নগঞ্জ হাই স্কুল থেকে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এসময় রাব্বি মিয়া বলেন, ‌‘বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়ন করতে হলে একটি প্রগতিশীল ধ্যান ধারণার তরুণ সমাজ গড়ে তুলতে হবে। সেই লক্ষে সরকার কাজ করে যাচ্ছে। এই ভিশন বাস্তবায়নের জন্য আমাদের ভালো মানুষ প্রয়োজন। একজন ভালো ছাত্র ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। এজন্য আমাদের মেধার বিকাশ ঘটাতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, ‘তোমাদের মধ্যে ইচ্ছা ও প্রবল আগ্রহ থাকলে প্রত্যেকেই আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।’

বর্তমান সরকারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন মাত্র একদিন আগে শেষ করার পর আজই নির্দিষ্ট সময়ে সারা দেশে সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে বর্তমান সরকার একটি যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছেন।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি চন্দন শীল, পরিচালনা পরিষদ সদস্য আবদুস সালাম, ডা. আতিকুজ্জামান, আমিনুল ইসলাম মিঠু, দেলোয়ারা বেগম, কামরুল ইসলাম খান।

বাংলাদেশ সময়: ২০:২৫:০৪   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ