রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিককে ধর্ষণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে গার্মেন্টস শ্রমিককে ধর্ষণ
শুক্রবার, ১১ জানুয়ারী ২০১৯



---

রূপগঞ্জে মুখ ও হাত-পা বেঁধে রেখে এক গার্মেন্টস শ্রমিককে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোরে উপজেলার খাদুন এলাকার দানিস মিয়ার বাড়ির বালুর মাঠে ঘটে এ ঘটনা। এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বাদী নির্যাতিত ওই গার্মেন্ট কর্মী জানান, তিনি বরপা এলাকার ডেইজি সুয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার বাসগাড়ি এলাকায়। তিনি খাদুন এলাকার নিয়ামত খাঁর বাড়ির ভাড়াটিয়া।

গত বৃহস্পতিবার রাতে ডিউটি ছিলো তার। কারখানায় কর্ম শেষ করে শুক্রবার ভোরে খাদুনের বাসায় ফিরছিলেন তিনি।

এসময় খাদুন এলাকার দানিস মিয়ার বাড়ির বালুর মাঠে পৌছাবামাত্রই খাদুন এলাকার মহসিনের ছেলে সুমন, ইমরানের ছেলে হাসিব, আলাউদ্দিনের ছেলে নাহিদ ওই গার্মেন্ট কর্মীকে মুখ ও হাত-পা বেঁধে ফেলে।

পরে নির্জন স্থানে নিয়ে দুই জনের সহযোগীতায় একজন তাকে ধর্ষণ করে ফেলে রেখে চলে যায়। পরে নির্যাতিত ওই নারীর আত্নচিৎকার শুনে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে।

এলাকাবাসী অভিযোগ করে জানায়, অভিযুক্ত সুমন, হাসিব ও নাহিদসহ তাদের লোকজন এলাকায় ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন ধরনের অপরাধমুলক কর্মকান্ড করে আসছে।

এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তাদের আত্নীয় স্বজনের প্রভাব থাকায় এলাকাবাসী প্রতিবাদ করার সাহস টুকুও পায়না।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বলেন, ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ২০:৫৮:৪৪   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ