শুধু চা খেয়ে ৩০ বছর

প্রথম পাতা » আন্তর্জাতিক » শুধু চা খেয়ে ৩০ বছর
রবিবার, ১৩ জানুয়ারী ২০১৯



---

৩০ বছর ধরে সারাদিনে এক কাপ কালো চা খেয়ে বেঁচে আছেন পিল্লি দেবী নামে এক নারী।

পিল্লি দেবী ভারতের ছত্তীশগড়ের কোরিয়ার বাসিন্দা। বর্তমানে তার বয়স ৪৪ বছর।

তার বাবা রাতি রাম স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, পিল্লি দেবীর বয়স তখন ১১ বছর। জনকপুরের পটনা স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় তাকে একটি জেলা স্তরে টুর্নামেন্টে যোগ দিতে নিয়ে যাওয়া হয়।

বাড়ি ফেরার পর থেকেই অদ্ভুত আচরণ করতে শুরু করেন তিনি। তখন দুধ চা আর বিস্কুট-পাউরুটি খেতেন। কিন্তু যত দিন গড়াতে থাকে পিল্লি দেবীর খাদ্যাভ্যাসে পরিবর্তন আসতে থাকে।

তার ভাই বিহারি লাল রাজভাদে জানান, ঘর থেকে কোথাও বের হন না তিনি। সারা দিন তিনি শিবের আরাধনা করেন। আর সূর্যাস্তের পর এক কাপ কালো চা খান। এ ছাড়া কোনো প্রকার পানিও স্পর্শ করেন না তিনি।

কোরিয়া জেলা হাসপাতালের চিকিৎসক এসকে গুপ্ত জানান, একজন মানুষের পক্ষে এতদিন যাবৎ শুধু এক কাপ চা খেয়ে একেবারেই বেঁচে থাকা অসম্ভব। কারণ মানুষের ন্যূনতম দৈনন্দিন ক্যালোরির চাহিদা পূর্ণ হয় না চা থেকে পূরণ হওয়া সম্ভব নয়।

তার ভাই আরও বলেন, অনেক হাসপাতাল, ডাক্তার দেখিয়েছি। কিন্তু তারা কোনো সমাধান দিতে পারেনি। তার কোনো অসুখও নেই।

বাংলাদেশ সময়: ১১:০২:৪১   ১৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ