আইটি খাতে বিনিয়োগের আহ্বান নওফেলের

প্রথম পাতা » চট্টগ্রাম » আইটি খাতে বিনিয়োগের আহ্বান নওফেলের
শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯



---

তথ্যপ্রযুক্তি খাতের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরে এ খাতে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে দ্বিতীয় চিটাগং আইটি ফেয়ার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

উপমন্ত্রী বলেন, চট্টগ্রামে আইটি খাতের প্রসারের জন্য সরকার উদ্যোগী হয়েছে। আইটি পার্ক, ভিলেজ হচ্ছে। আশা করি আইটি সিটি হবে চট্টগ্রাম।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে আমরা এগিয়ে যাচ্ছি। খাদ্য উৎপাদক, বাজারজাত করা, খাদ্যপণ্য তৈরি করার বিভিন্ন ধাপের মতো তথ্যপ্রযুক্তি খাতেও অনুরূপ ধাপ আছে। এক্ষেত্রে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। বিনিয়োগ করতে হবে।

ব্যারিস্টার নওফেল বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা পারিবারিক ঐতিহ্যের ভিত্তিতে ব্যবসা করেন। সময় এসেছে, সচেতন হতে হবে। তথ্যপ্রযুক্তি খাতে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু কন্যা দায়িত্ব নেওয়ার পর তথ্যপ্রযুক্তির প্রসারে ব্যাপক পরিবর্তন এনেছেন। সরকারি দফতরে ই-নথি ফাইল হচ্ছে। অটোমেশন হওয়ায় দুর্নীতি কমেছে। এটি প্রধানমন্ত্রীর দূরদর্শিতার পরিচয়।

সভাপতির বক্তব্যে মেলার আয়োজক চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, এ জনপদে রয়েছে বিশ্বমানের বন্দর। ব্যবসা-বাণিজ্য এগিয়ে নিতে হলে আইটি খাতে ডেভলপমেন্টের বিকল্প নেই। তাই কাস্টম হাউস অটোমেশনে ভূমিকা রেখেছে চট্টগ্রাম চেম্বার। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নিয়মিত বিভিন্ন ধরনের মেলার আয়োজন করা হচ্ছে। আইটি মেলার লক্ষ্য চট্টগ্রামকে স্মার্ট সিটি করা। আমাদের দাবি, চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী করা।

বক্তব্য দেন মেলার অপর আয়োজক সংস্থা সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালসের সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ ও চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ।

বক্তারা বলেন, শক্তিশালী আইটি প্লাটফরম গড়ে তোলার লক্ষ্যে এ মেলার আয়োজন। মেলায় নতুন নতুন আইসিটি পণ্যের সঙ্গে ব্যবসায়ী, শিক্ষার্থীরা পরিচিত হওয়ার সুযোগ পাবেন।

মেলায় ভারতের দুইটিসহ ৩০টি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিষ্ঠানের স্টল রয়েছে। সোমবার (২৮ জানুয়ারি) পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১২:৪৪:০৫   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ