মোবাইল ফোনের তেজস্ক্রিয়ায় বাড়ছে বন্ধ্যত্ব

প্রথম পাতা » ছবি গ্যালারী » মোবাইল ফোনের তেজস্ক্রিয়ায় বাড়ছে বন্ধ্যত্ব
রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯



---

নিম্নমানের মোবাইল ডিভাইসের দীর্ঘমেয়াদি উচ্চমাত্রার তেজস্ক্রিয়তার ফলে পুরুষদের মধ্যে বন্ধ্যত্বের হারসহ মানবদেহে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে। তাই এখনি এটি নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়ন করে ব্যবস্থা না নিলে দেশের জনসংখ্যার একটি বড় অংশ এর শিকার হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘মোবাইল ডিভাইসের উচ্চমাত্রার তেজস্ক্রিয়তা জনস্বাস্থের জন্য ক্ষতিকর’ শীর্ষক সেমিনার ও তেজস্ক্রিয়তার প্রাথমিক জরিপ প্রকাশকালে এই উদ্বেগের কথা জানানো হয়। সেমিনার আয়োজন করে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

সেমিনারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার বলেন, মোবাইল ডিভাইসের রেডিয়েশনের কোনো না কোনো স্বাস্থ্যগত ক্ষতিকারক দিক আছেই।

মোবাইল রেডিয়েশিনের কারণে মানবদেহে জটিল রোগের সৃষ্টি হচ্ছে। যেমন-উচ্চরক্তচাপ, হৃদকম্পন বেড়ে যাওয়া, মস্তিস্কে ক্যানসার ইত্যাদি। এসব রোগ একদিনে হয় না; বরং দীর্ঘদিন রেডিয়েশনের ফলে মানবদেহে এসব রোগের সৃষ্টি হচ্ছে। তা ছাড়া রেডিয়েশনের কারণে মানুষের স্বাভাবিক নড়াচড়া এবং প্রকৃত গতিও রোধ হয়ে যাচ্ছে।

সেমিনারে ড্যাফোডিল ইউনিভার্সিটির অধ্যাপক প্রকৌশলী ড. এম কামরুজ্জামান তেজস্ক্রিয়তার প্রাথমিক জরিপ প্রকাশ করেন। জরিপে দেখা যায়, দুই বছর যারা দৈনিক ১০ ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করেছেন, তাদের ইনসোমনিয়া হওয়ার ঝুঁকি বহুলাংশে বেড়ে গেছে। এ ছাড়া যারা দুই মাস দৈনিক ১১ ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করেন তারা মাথাব্যথা, চোখ ব্যথাসহ অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন। যারা এক বছর ধরে দৈনিক ১০ ঘণ্টা মোবাইল ফোন ব্যবহার করেছেন, তাদের সবাই হাতব্যথা বা বাত রোগে আক্রান্ত হয়েছেন।

পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান বলেন, শুধু মানবদেহের ওপরেই না, আমরা দেখতে পাচ্ছি মোবাইল রেডিয়েশন পরিবেশের উপরেও মারাত্মক প্রভাব ফেলছে। আমাদের উচিত হবে বেশি মাত্রার রেডিয়েশন স্টেশন ও মোবাইল ডিভাইস চিহ্নিত করে তা নিষিদ্ধ করা।

সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ইতিমধ্যে সরকার মোবাইল ফোনের আইএমইআই নম্বর সংগঠনের জন্য ডেটাবেজ তৈরি করেছে। যাতে অবৈধ হ্যান্ডসেট আমদানি, চুরি ও প্রতারণা বন্ধ করা যাবে। কিন্তু এই ডেটাবেজ দিয়ে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে বিটিআরসি এ ব্যাপারে আন্তর্জাতিক নন-আয়োনাইজিং রেডিয়েশন প্রটেকশন কমিশনের নীতিমালা অনুযায়ী একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। আমরা এ নীতিমালা ইউরোপ ও ভারতের সাম্প্রতিক নীতিমালা যাচাই-বাছাই করে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী প্রণয়ন করার দাবি করছি। এই নীতিমালা প্রণয়নে আমাদের কিছু সুপারিশ তুলে ধরছি-নীতিমালায় গ্রাহকের স্বার্থ ও অধিকার যাতে নিশ্চিত হয়, তার বিধান থাকতে হবে। মোবাইল ফোনসেটের মান পরীক্ষার জন্য আধুনিক পরীক্ষাগার স্থাপন করে নন-আয়োনাইজিং রেডিয়েশন প্রটেকশন কমিশনের নীতিমালা অনুযায়ী পরীক্ষার পর বাজারজাতের অনুমতি প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, জনস্বাস্থের জন্য ক্ষতিকর উচ্চ তেজস্ক্রিয়তা সম্পন্ন নিম্নমানের হ্যান্ডসেট দ্রুত বাজার থেকে প্রত্যাহার করতে হবে। দ্রুত পরীক্ষার মাধ্যমে উচ্চ তেজস্ক্রিয়তা সম্পন্ন হ্যান্ডসেট গ্রাহকদের কাছ থেকে উত্তোলন করে বিনামূল্যে বা অপারেটরদের মাধ্যমে সহজশর্তে হ্যান্ডসেট প্রদানের ব্যবস্থা করতে হবে। হ্যান্ডসেটের মার্কেটে রেডিয়েশন পরিমাপ করার প্রযুক্তি স্থাপন করতে হবে; যাতে গ্রাহকরা কেনার আগে রেডিয়েশন সম্পর্কে নিশ্চিত হতে পারেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ড. হারুনুর রশিদ, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসেন, বাংলাদেশ মোবাইল অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুর্শিদুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০:৫৫:১৭   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ