নতুন সাব্বিরকে দেখার প্রত্যাশায় তামিম

প্রথম পাতা » খেলাধুলা » নতুন সাব্বিরকে দেখার প্রত্যাশায় তামিম
রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯



---

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ওয়ানডে দলে জায়গা পাওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সাব্বির রহমান। কেননা আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিষিদ্ধ আছেন এ অলরাউন্ডার। দলের বাইরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে গত ১ সেপ্টেম্বর থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হন সাব্বির।

তার এ নিষেধাজ্ঞা এক মাস কমানো হয়েছে। যদিও তার নিষেধাজ্ঞা এক মাস কমানোর ব্যাপারটিও বেশ আলোচিত হচ্ছে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনায় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার চাওয়াতেই তাকে দলে নেওয়া হয়েছে।

দল ঘোষণার সময় এমনটিই জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। অবশ্য মাশরাফি জানিয়েছেন, তিনি শুধু সাব্বিরকে দলে নেওয়ার জন্য নিজের যুক্তি উপস্থাপন করেছেন। সাব্বিরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কোচ ও নির্বাচকরা।

এ নিয়ে আলোচনার ডালপালা মেলছে। এরই মধ্যে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে জায়গা পাওয়ার পর সাব্বির জানিয়েছেন, ‘দ্বিতীয় জীবন’ পেয়েছেন তিনি। নতুন করে আবার আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে চান; প্রত্যাশার প্রতিদান দিতে চান সাব্বির।

এদিকে গতকাল আবারও সাব্বির প্রসঙ্গ উঠে এলো সংবাদমাধ্যমে। সাব্বিরের পাশে দাঁড়ালেন তামিম ইকবাল। তার প্রত্যাশাÑ অতীতের ভুলগুলো শুধরে অন্য মানুষ হয়ে ফিরবেন সাব্বির। এ অলরাউন্ডারের জন্য শুভকামনাও জানিয়েছেন তামিম।

বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা চলছে। চার-ছক্কার এ টুর্নামেন্টে মাত্র ৮৫ রানের একটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন সাব্বির। গতকাল খুলনার বিপক্ষে ২৯ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন সিলেট সিক্সার্সের এ অলরাউন্ডার। এ দুটি ইনিংস ছাড়া বিপিএলে প্রত্যাশিতভাবে হাসেনি তার ব্যাট। অধিকাংশ ম্যাচেই নিজেকে ফুটিয়ে তুলতে পারেননি সাব্বির। যে কোনো ফরম্যাটের খেলা হোক, রানে থাকলে আত্মবিশ্বাস বেড়ে যায়। সেটি জানেন তামিমও। শুধু সাব্বিরই নন, মুশফিক ছাড়া জাতীয় দলের প্রায় সব ব্যাটসম্যানই প্রত্যাশিত রান পাচ্ছেন না বিপিএলে।

অন্যদিকে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটের কোনো দলেই জায়গা হয়নি ইমরুল কায়েসের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সাড়ে তিনশর বেশি রান করেও নজর কাড়তে পারেননি এ ওপেনার। তামিম মনে করেন, ক্রিকেটে এমনটি হয়। সেটি মেনে নিতে হয়। অনেক সময় পজিশন, দলের সমন্বয়ের কারণে অনেক কিছুই মনের মতো হয় না। তবে সব সময় সুযোগ আসে। সুযোগ এলে ইমরুল সেটি লুফে নেবেন বলে জানান তামিম।

বাংলাদেশ সময়: ১০:৫৮:২৮   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ