সিদ্ধিরগঞ্জে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিদ্ধিরগঞ্জে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ
রবিবার, ২৭ জানুয়ারী ২০১৯



---

সিদ্ধিরগঞ্জে বাক প্রতিবন্ধী এক নারী (৪০)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী ধর্ষককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার দুপুরে ধর্ষণের ঘটনার পর রোববার সকালে ধর্ষিতার ভাই বাদী হয়ে এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানায়, সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি পূর্বপাড়া এলাকার ওই নারী শনিবার দুপুরে তার ভাইয়ের বাড়ী যাওয়ার সময় রাস্তায় একই এলাকার হৃদয় (২২) নামে এক যুবক তাকে জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

বিষয়টি স্থানীয়রা দেখে ফেলে। পরে তারা ওই পরিত্যক্ত বাড়ীর কাছে গেলে ধর্ষক হৃদয় তাদের দেখে পালিয়ে যায়। এলাকাবাসী ওই প্রতিবন্ধী ধর্ষিতা নারীকে উদ্ধার করে তার ভাইয়ের বাড়ীতে পৌঁছে দিয়ে আসে।

এসময় বাক প্রতিবন্ধি ওই নারী ইশারা-ইঙ্গিতে তার ভাইয়ের স্ত্রীকে পুরো বিষয়টি বুঝিয়ে বলে। বিকেলে প্রতিবন্ধি নারীর ভাই স্থানীয়দের সহায়তায় জালকুড়ির মাদবর বাজার এলাকা থেকে অভিযুক্ত ধর্ষক হৃদয়কে আটক করে। এসময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

পরে এ ঘটনার খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত হৃদয়কে আটক করে। এ বিষয়ে ধর্ষিতার ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে হৃদয়কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

এ ঘটনায় ধর্ষিতার ভাই একটি মামলা দায়ের করেছে। ধর্ষিতা নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৩:৫৯   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ