সংসদে বেঞ্চে বসতে হবে আ.লীগের এমপিদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » সংসদে বেঞ্চে বসতে হবে আ.লীগের এমপিদের
সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯



---

একাদশ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্যদের বসার জন্য বেঞ্চ বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত সংসদ ভবনের নবম তলায় একটি কক্ষে সরকারি দলের এমপিদের নিয়ে সভা করেন সংসদ নেতা। সেই কক্ষে ২১৫টির বেশি চেয়ার বসানোর জায়গা নেই। অথচ সংরক্ষিত আসন মিলিয়ে এবারের ক্ষমতাসীনদের সাংসদের সংখ্যা ৩০০ ছাড়াবে। তাই সমস্যা সমাধানে আপাতত চেয়ার সরিয়ে বেঞ্চের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।

এবারের নির্বাচনে ২৫৭ আসনে জয় পায় আওয়ামী লীগ। এর মধ্যে বিজয়ী সৈয়দ আশরাফুল ইসলাম মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। ফলে আওয়ামী লীগের আসন সংখ্যা দাঁড়ায় ২৫৬টি। তবে গতকাল গাইবান্ধা-৩ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ইউনুস আলী সরকার জয়ী হওয়ায় আবারও দলটির মোট আসন সংখ্যা ২৫৭টি হলো। এখন কিশোরগঞ্জ-১ আসনে জয়ী হলে তাদের আসন আরও একটি বাড়বে। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হলে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে যুক্ত হবে আরও ৪৩ আসন। সে ক্ষেত্রে ক্ষমতাসীন দলের আসন সংখ্যা ৩০০ ছাড়াবে। কর্মকর্তারা জানান, সরকারি

দলের সভাকক্ষে মোট চেয়ার আছে ১৮৩টি। এর বাইরে অস্থায়ীভাবে দেওয়া হয় ৩২টি চেয়ার। মোট ২১৫ আইনপ্রণেতা সেখানে বসতে পারেন। তাই সবাইকে এক সঙ্গে বসার সুযোগ করে দেওয়ার জন্য চেয়ার সরিয়ে সেখানে বেঞ্চ বসানো হচ্ছে। এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সরকারি দলের সভাকক্ষে যাতে সবাই বসতে পারেন, সে জন্যই বেঞ্চ দেওয়া হবে।’

সংসদ ভবনের নবম তলায় বিরোধী দলের সভাকক্ষে আসন আছে ৮৮টি। নবম জাতীয় সংসদে বিএনপি একবার মাত্র ওই কক্ষে সভা করেছিল। আর দশম সংসদের বিরোধী দল জাতীয় পার্টি কখনই তা ব্যবহার করেনি। আগামী ৩০ জানুয়ারি বসছে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ২২ আসন নিয়ে আবারও বিরোধী দলে জাপা।

বাংলাদেশ সময়: ১০:৫০:২৮   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ