‘আইনের লোকের’ সব বেআইনি কারবার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘আইনের লোকের’ সব বেআইনি কারবার
সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯



---

নাম তার রোকন উদ্দিন ভুইয়া (৪০)। পুলিশের উপপরিদর্শক (এসআই)। স্ত্রী রিমা বেগমকে (৩৫) নিয়ে ভাড়া থাকেন সিলেট নগরীর দাড়িয়াপাড়া মেঘনা এ-২৬/১ নম্বর বাসায়। গ্রাম থেকে মাঝে মধ্যেই আনা হয় নারী ও শিশুদের। সামাজিকতাও রক্ষা করে চলেন ভদ্রলোক। নানা ধরনের মেহমান আসে দিনে-রাতে। কিন্তু ‘থলের বিড়াল’ বেরিয়ে এলো র্যাবের হাতে ধরা পড়ার পরে।

জানা গেল, আইনের লোকের সব বেআইনি কারবার। যাকে ‘লাইফপার্টনার’ পরিচয় দিয়ে এক ছাদের নিচে থাকছেন, তিনি আসলে স্রেফ ‘পার্টনার’। চাকরির প্রলোভনে দেশের বিভিন্ন স্থান থেকে যে গরিব, অসহায় নারী ও কন্যাশিশুদের আনা হয়। তাদের বাধ্য করেন অসামাজিক কাজে। আর এসবের পাশাপাশি চলে ইয়াবা কারবারও।

অবশেষে দুই শিশুকে দিয়ে অনৈতিক কাজে বাধ্য করানো ও ইয়াবা বিক্রির অভিযোগে ভুয়া স্ত্রীসহ আটক হয়েছেন ওই এসআই। এ সময় বাসা থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়।

র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শনিবার রাত পৌনে ১টার দিকে নগরীর দাড়িয়াপাড়া মেঘনা এ-২৬/১ নম্বর বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, সিলেট নগরীর মুন্সিপাড়ার মৃত আবদুল রশিদের ছেলে রোকন উদ্দিন ভুইয়া (৪০) ও নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি থানার আটগাঁওর মৃত মফিজুল মিয়ার মেয়ে রিমা বেগম (৩৫)। রোকন উদ্দিন ভূইয়া সিলেটের লালাবাজারের ৭ আর্মড ব্যাটালিয়নে উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত।

র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মনিরুজ্জামান জানান, দাড়িয়াপাড়ার একটি বাসায় শিশুদের আটকে রেখে যৌনকর্মী হতে বাধ্য করা হচ্ছে এবং ইয়াবা বেচাকেনা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় অন্য অপরাধীরা পালিয়ে গেলেও দুজনকে আটক করতে সক্ষম হয় র্যাব সদস্যরা।

মনিরুজ্জামান আরও জানান, রোকন উদ্দিন ভুইয়া ও রিমা বেগম ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে গরিব, অসহায় নারী ও শিশুদের এনে জোর করে যৌনকর্মে বাধ্য করতেন।

বাংলাদেশ সময়: ১০:৫৮:১৩   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ