শিশুদের দিয়ে জোর করে পতিতাবৃত্তি করানো এবং ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগে সিলেটে পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজনকে আটক করেছে র্যাব। গত শনিবার রাত পৌনে ১টার দিকে নগরের দাঁড়িয়াপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। র্যাব ৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক দুজন হলেন পুলিশের উপপরিদর্শক ও নগরের মুন্সিপাড়া এলাকার বাসিন্দা রোকন উদ্দিন ভূঁইয়া (৪০) এবং নেত্রকোনার কালিয়াজুড়ি থানার আটগাঁও গ্রামের রিমা বেগম (৩৫)। এ দুজন স্বামী-স্ত্রী পরিচয়ে নগরের দারিয়াপাড়ার মেঘনা এ-২৬/১ বাসায় বসবাস করছিলেন।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তির পাশাপাশি ইয়াবার কারবার চলছে—এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে র্যাবের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়। অভিযানে দুই শিশুকে উদ্ধারের পাশাপাশি জব্দ করা হয় ৬০টি ইয়াবা বড়িও।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোকন উদ্দিন পুলিশের উপপরিদর্শক এবং বর্তমানে নগরের লামাবাজারের ৭ আর্মড ব্যাটালিয়নে কর্মরত বলে স্বীকার করেছেন। আটক দুজনকে কোতোয়ালি থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:০৭:৪২ ২২৩ বার পঠিত