জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করে দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেছে হাইকোর্ট।
বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সাক্ষরের পর সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে রায়ের অনুলিপি প্রকাশ করা হয়। রায় প্রকাশের বিষয়টি ইত্তেফাককে জানিয়েছেন ডেপুটি এটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ।
গত বছরের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এ মামলায় ৫ বছরের সাজা দেন। একই সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানসহ অপর ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেন।
৫ বছরের সাজার বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। ওই আপিলের শুনানি শেষে হাইকোর্ট খালেদা জিয়াকে ৫ বছরের পরিবর্তে ১০ বছরের সাজা দেন। হাইকোর্টের দেয়া ওই রায়ের পূনাঙ্গ অনুলিপি আজ প্রকাশ হলো।
বাংলাদেশ সময়: ১৫:৩৫:১৯ ১৮৬ বার পঠিত