লোকসভায় ১৪টি রাজ্যে প্রার্থী দেবে তৃণমূল

প্রথম পাতা » আন্তর্জাতিক » লোকসভায় ১৪টি রাজ্যে প্রার্থী দেবে তৃণমূল
সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯



---

সামনেই লোকসভা মহারণ৷ এই লোকসভা ভোটে বিজেপিকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তাই দল ঠিক করেছে পশ্চিমবঙ্গ সহ আরও ১৪টি রাজ্যের লোকসভা আসনে লড়বে তৃণমূল৷ সংবাদসংস্থা এএনআইকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে নিউজ নেশন৷

রবিবার ওড়িশার ভুবনেশ্বরে যান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন৷ সেখানে সাংবাদিকদের সামনে এমনটাই জানান তিনি৷ আত্মবিশ্বাসের সঙ্গে মমতার বিশ্বস্ত সৈনিক বলেন, ‘‘আগামী লোকসভা ভোটে বিজেপি জিতবে না৷ তৃণমূল ভোটের জন্য প্রস্তুত৷ এবার দল ১৪টি রাজ্যে লড়বে৷ তার মধ্যে ওড়িশাও আছে৷’’ মমতার স্লোগান স্মরণ করিয়ে ডেরেক বলে ওঠেন, ‘‘২০১৯ বিজেপি ফিনিশ৷’’

কিছুদিন আগে ১৯ জানুয়ারি ব্রিগেডে মোদী বিরোধীদলগুলির মধ্যে ঐক্য তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই কথা টেনে এনে ডেরেক বলেন, ১৯ জানুয়ারি একটা ঐতিহাসিক দিন৷ বিজেপি বিরোধী সব দল একই মঞ্চে এসে হাত মেলায়৷ সেই সঙ্গে বার্তাও দেয়৷ লোকসভার মতো কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত তারা৷ ডেরেক এদিন জানান, তৃণমূল রাজ্যের ৪২টি আসনে প্রার্থী দেবে৷ সেই সঙ্গে আরও ১৪টি রাজ্যে লড়াই করবে৷ যদিও ওড়িশা ছাড়া আর কোন বাইরের রাজ্যে তৃণমূল লড়বে এবং কটা আসনে লড়বে সেই নিয়ে বিস্তারিত কিছু জানাননি ডেরেক৷

বাংলাদেশ সময়: ১৬:১০:১৬   ১৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ