সামনেই লোকসভা মহারণ৷ এই লোকসভা ভোটে বিজেপিকে উৎখাত করতে কোমর বেঁধে নেমেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তাই দল ঠিক করেছে পশ্চিমবঙ্গ সহ আরও ১৪টি রাজ্যের লোকসভা আসনে লড়বে তৃণমূল৷ সংবাদসংস্থা এএনআইকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে নিউজ নেশন৷
রবিবার ওড়িশার ভুবনেশ্বরে যান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন৷ সেখানে সাংবাদিকদের সামনে এমনটাই জানান তিনি৷ আত্মবিশ্বাসের সঙ্গে মমতার বিশ্বস্ত সৈনিক বলেন, ‘‘আগামী লোকসভা ভোটে বিজেপি জিতবে না৷ তৃণমূল ভোটের জন্য প্রস্তুত৷ এবার দল ১৪টি রাজ্যে লড়বে৷ তার মধ্যে ওড়িশাও আছে৷’’ মমতার স্লোগান স্মরণ করিয়ে ডেরেক বলে ওঠেন, ‘‘২০১৯ বিজেপি ফিনিশ৷’’
কিছুদিন আগে ১৯ জানুয়ারি ব্রিগেডে মোদী বিরোধীদলগুলির মধ্যে ঐক্য তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই কথা টেনে এনে ডেরেক বলেন, ১৯ জানুয়ারি একটা ঐতিহাসিক দিন৷ বিজেপি বিরোধী সব দল একই মঞ্চে এসে হাত মেলায়৷ সেই সঙ্গে বার্তাও দেয়৷ লোকসভার মতো কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত তারা৷ ডেরেক এদিন জানান, তৃণমূল রাজ্যের ৪২টি আসনে প্রার্থী দেবে৷ সেই সঙ্গে আরও ১৪টি রাজ্যে লড়াই করবে৷ যদিও ওড়িশা ছাড়া আর কোন বাইরের রাজ্যে তৃণমূল লড়বে এবং কটা আসনে লড়বে সেই নিয়ে বিস্তারিত কিছু জানাননি ডেরেক৷
বাংলাদেশ সময়: ১৬:১০:১৬ ১৩৬ বার পঠিত