সাভারের আশুলিয়ায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদের খালে পড়ে চালক মুজাহিদ ও ভাটার নিরাপত্তা প্রহরী কাদের নিহত হয়েছেন। ট্রাকটি তলিয়ে যাওয়ায় নিখোঁজ রয়েছেন আরিফ ও শাহিন নামে আরো দুইজন।
মঙ্গলবার ভোর ছয়টার দিকে মরাগাঙ এলাকার আশুলিয়া ব্রিকস নামে ইট ভাটার পাশে একটি মেঠো শাখা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা স্থানীয় একটি ইটভাটার শ্রমিক বলে জানা গেছে।
এই ঘটনায় আহত অপর তিন শ্রমিকককে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি এখনো উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।
ভাটার অন্য শ্রমিকরা জানায়, ভোরে ইটবোঝাই ট্রাকটির ভেতরে চালকসহ চারজন এবং বাইরে আরো তিনজন ছিল। ট্রাকটি শাখা সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে যায়। ট্রাকের উপরে থাকা তিন শ্রমিক সাঁতরে উঠে আসলেও বাকি চারজন পানির নিচে ট্রাকের মধ্যে আটকে পড়ে। পরে স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে দুইজনের মরদেহ উদ্ধার করে।
উত্তরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। ট্রাকটি পানিতে তলিয়ে যাওয়ায় সেটি উদ্ধার করা কষ্টসাধ্য হয়ে পড়ে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট এসে উদ্ধার কাজে অংশ নেয়। এরপর সকাল সাড়ে নয়টার দিকে মুজাহিদ ও কাদের নামে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের জোন কমান্ডার মানিকুজ্জামান বলেন, ‘খাদের গভীরতা প্রায় ৪০ ফুট হওয়ায় ট্রাকটি উদ্ধার করা সময় সাপেক্ষ ব্যাপার। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতির সাহায্যে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীরা কাজ করে যাচ্ছে। দুইজনের মরদেহ উদ্ধার করা হলেও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে আরো দুইজন নিখোঁজ রয়েছেন। ট্রাকটি উদ্ধার করা গেলে তাদের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’
বাংলাদেশ সময়: ১১:৫২:০৯ ১৯৩ বার পঠিত