ঢাকা, ২৯ জানুয়ারী ২০১৯(নিউজটুনারায়ণগঞ্জ): সিরাজগঞ্জ -২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ডাঃ মো হাবিবে মিল্লাত আজ সুইজারল্যান্ডের জেনেভায় ১৭৮ দেশের সংসদের বৈশ্বিক প্রতিষ্ঠান ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) এর পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি নির্ধারনী পরিষদ এক্সিকিউটিভ বোর্ডে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক আইপিইউ’র বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। আইপিইউ’র স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা পর্ষদের সভাপতি হিসেবে প্রফেসর ডাঃ মিল্লাত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ আমন্ত্রনে এই সভায় যোগ দেন।
এইবারই প্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার সদস্যদেশগুলোর বাইরে কোন প্রতিষ্ঠানকে এক্সিকিউটিভ বোর্ডে বিশেষ উপস্থাপনার জন্য আমন্ত্রণ জানায়। জেনেভা সফরকালে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের মহাসচিবসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বিশেষ বৈঠক ছাড়াও সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ)’র বার্ষিক সভায় বাংলাদেশের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মো হাবিবে মিল্লাত এমপি’র সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক একটি প্রস্তাব ১৭৮ দেশের সকলে সর্বসম্মতিক্রমে গ্রহণ করে এবং এই বিষয়ে একটি রেজুলেশন গ্রহণে একমত হোন। একই সাথে প্রফেসর ডাঃ মিল্লাত এমপিকে পূনরায় আইপিইউ’র স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা পর্ষদের সভাপতি নির্বাচিত করেন।
বাংলাদেশ সময়: ১৩:১৭:১৪ ১৮৮ বার পঠিত