পশ্চিমবঙ্গে অমিত শাহ’র সভা শেষে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিমবঙ্গে অমিত শাহ’র সভা শেষে বিজেপি-তৃণমূল সংঘর্ষ
বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯



---

মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কাঁথিতে জনসভা ছিল বিজেপি সভাপতি অমিত শাহ’র। সেই সভা শেষ হওয়ার পর তুমুল সংঘর্ষ বেধে যায় বিজেপি আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে। পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীনদের অভিযোগ, বিজেপি তাদের দলীয় কার্যালয়ে ভাংচুর চালিয়েছে। অন্যদিকে অমিত শাহ’র সভাতে আসা বিজেপি কর্মীদের কয়েকটি বাইক ও বাস তৃণমূল কর্মীরা ভাংচুর করে জ্বালিয়ে দেয় বলে পাল্টা অভিযোগ করেছে বিজেপি। এনডিটিভি, আনন্দবাজার।

সন্ধ্যার পর থেকে রণক্ষেত্রে রূপ নেয় মেদিনিপুরের কাঁথি বাইপাস ও সংলগ্ন এলাকা। রাত পর্যন্ত যত্রতত্র ভাঙচুর করা বাস, পোড়া বাইক পড়ে থাকতে দেখা যায়। নামানো হয় র‌্যাপিড অ্যাকশন ফোর্স- র‌্যাফ ও কমব্যাট ফোর্স।

তৃণমূলের জেলা সভাপতি শিশির অধিকারী জানিয়েছেন, আজ বুধবার হামলার প্রতিবাদে কাঁথিতে মিছিল হবে। ৩ ফেব্রুয়ারি শাহের সভার মাঠেই পাল্টা সভা করবে তৃণমূল।

পশ্চিমবঙ্গে অমিত শাহ’র সভা শেষে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

এর আগে সভামঞ্চে উস্কানিমূলক বক্তব্য দেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেন, ‘ওরা যত বাধা দেবে, বিজেপি কর্মীরা তত উজ্জীবিত হবে।’

দিল্লিতে বিজেপির সদর দফতরে এ ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলন করে নিন্দা করা হয়। ঘটনার ব্যাপারে ব্যাখ্যা চেয়ে মুখ্যমন্ত্রী মমতাকে ফোন করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তৃণমূল নেতারা বলেন, মুখ্যমন্ত্রী রাজনাথকে জানিয়েছেন আক্রমণকারীরা শিশু-বৃদ্ধ-মহিলা-প্রতিবন্ধী কাউকে রেহাই দেয়নি।

বাংলাদেশ সময়: ১১:৫৭:১৯   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ