ইংলিশ প্রিমিয়ার লিগের এ মৌসুমে তৃতীয় হারের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি। সেই সাথে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে একযুগেরও বেশি সময় পর হারলো পেপ গার্দিওয়ালার দল।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে ২-১ গোলের জয় পেয়েছে নিউক্যাসল। এর আগে ২০০৫ সালের সেপ্টেম্বরে সর্বশেষ সিটির বিপক্ষে জয় পেছিলো দলটি। এরপর ম্যান সিটির বিপক্ষে ২২টি লিগ ম্যাচের ১৯ টিতেই হেরেছে নিউক্যাসল।
অথচ দুর্দান্ত এক শুরুই করেছিলো ম্যানচেস্টার সিটি। ম্যাচের মাত্র ২৪ সেকেন্ডের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন সার্জিও এগুয়েরো। গোলমুখে পাওয়া দারুণ সুযোগ কাজে লাগাতে একদমই ভুল করেননি এই আর্জেন্টাইন তারকা স্টাইকার। দ্বিতীয়ার্ধে নিউক্যাসলকে সমতায় ফেরান সলোমন রনডন। ৮০ মিনিটের মাথায় পেনাল্টি শট থেকে পাওয়া গোলে এগিয়ে যায় নিউক্যাসল।
এই হারের ফলে লিভারপুল থেকে বেশ খানিকটা পিছিয়ে গেল ম্যান সিটি। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দ্বিতীয় স্থানে আছে। শীর্ষে থাকা লিভারপুল এক ম্যাচ কম খেলে সংগ্রহ করেছে ৬০ পয়েন্ট।
বাংলাদেশ সময়: ১১:৫৯:৪৯ ১৭৪ বার পঠিত