জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুতেরেস ইয়েমেন পর্যবেক্ষণ মিশনের প্রধান অবসরপ্রাপ্ত ডাচ জেনারেল প্যাট্রিক কামায়ের্টকে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। ইয়েমেনে কাজে যোগ দেয়ার মাত্র এক মাস পর তিনি এ প্রস্তাব দিলেন। সোমবার কূটনীতিকরা একথা জানান। খবর এএফপি’র।
কূটনীতিকরা বলেন, ডেনমার্কের সাবেক জেনারেল মিখায়েল লোলেসগার্ডকে কামায়ের্টের স্থলাভিষিক্ত করার প্রস্তাব করা হয়েছে।
এএফপি জানিযেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তার নাম উত্থাপন করা হয়েছে । ৪৮ ঘন্টার মধ্যে এ প্রস্তাব গ্রহণ অথবা প্রত্যাখ্যান করতে হবে।
তারা জানান, হুতি বিদ্রোহীদের সঙ্গে কামায়ের্টের সখ্যতা রয়েছে। এছাড়া ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথস’র সাথে তার টানাপোড়েন রয়েছে।
বাংলাদেশ সময়: ১২:১২:০৫ ১৮২ বার পঠিত