‘মানবসম্পদ কাজে লাগাতে কাজ করছে সরকার’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘মানবসম্পদ কাজে লাগাতে কাজ করছে সরকার’
শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯



---

মানবসম্পদ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর কাজে লাগাতে না পারলে অভিশাপ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, বেকারত্ব লাঘবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির উপর সরকার জোর দিচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর।

শনিবার (২ ফেব্রুয়ারি) সিলেট এমসি কলেজ অডিটোরিয়ামে ‘কলেজ পর্যায়ে উচ্চ শিক্ষার মান উন্নয়নে প্রাতিষ্ঠানিক উন্নয়ন মঞ্জুরি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বিশাল একটি জনগোষ্ঠী রয়েছে। দেশের সুন্দর ভবিষ্যতের জন্য তাদের মেধাকে কাজে লাগাতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য় ড. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুল হক, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ।

এদিন দুপুরে সিলেটের ব্ল বার্ড উচ্চ বিদ্যালয় ও কলেজে পাঁচতলা বিশিষ্ট কলেজ ভবনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। এসময় কলেজের পরিচালনা কমিটির সভাপতি সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, কলেজ অধ্যক্ষ হুসনে আরা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪১:৫৯   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ