দরকার হলে জেলে যাব … কিন্তু মাথানত করব না : মমতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » দরকার হলে জেলে যাব … কিন্তু মাথানত করব না : মমতা
শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯



---

একথা আগেও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে ইদানিং তাঁর মুখে এই কথা শোনা যেত না৷ শনিবার তিনি বলেছেন, ‘‘দরকার হলে জেলে যাব … কিন্তু মাথানত করব না৷’’ রাজ্যে দুই দফায় সভা করে এদিন নরেন্দ্র মোদী মমতাকে যে ভাবে বাক্যবাণে বিদ্ধ করেছেন – তা মোদী-মমতা দ্বৈরথকে অন্য মাত্রা দিয়েছেন৷

শনিবারের বার বেলাতে মোদী বলেছেন – ‘‘দিদি আপনি সিবিআইয়ের মতো এজেন্সিকে রাজ্যে আটকাচ্ছেন কেন? কিসের ভয়ে আটকাচ্ছেন? আরে দিদি … আগর কুছ গলত কিয়া হি নেহি তো ডর কিস বাতকা …৷’’ মমতার মুখেও পালটা শোনা গিয়ছে – ‘‘ওর (নরেন্দ্র মোদী) মতো প্রধানমন্ত্রীর দরকার নেই৷ পাঁচ বছর ধরে মানুষকে শোষণ করেছে সিবিআই দিয়ে আর ইডি দিয়ে …দাঙ্গা করেছে, কৃষক হত্যা করেছে, বেকার যুবকদের ভবিষ্যত কেড়ে নিয়েছে, গোরক্ষকের নামে দাঙ্গা, পুলিশ হত্যা, মানুষ হত্যা করেছে৷’’

যদি পাঁচ বছর পিছিয়ে যাওয়া যায় তবে মোদীর সঙ্গে মমতার বাক্যযুদ্ধের শুরুতে পৌছানো যাবে৷ ২০১৪ সালে কলকাতায় মোদী জনসভা থেকে বলেছিলেন , দিদি আপকে তো দোনো হাতো মে লাড্ডু৷ এখানে আপনি মুখ্যমন্ত্রী, কেন্দ্রে আমি থাকব প্রধানমন্ত্রী৷ রাষ্ট্রপতি (তখন প্রণব মুখোপাধ্যায়) আপনাদেরই লোক৷ সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে লাড্ডু খাননি মমতা৷ মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রকাশ্যে অভিনন্দন জানাননি৷ জনসভায় মোদীকে পালটা আক্রমণ শানিয়ে বলেছিলেন, দাঙ্গাবাজকে কোমরে দড়ি বেঁধে রাখা উচিত৷ এর পরে ফিরতি জনসভায় মোদী মমতাকে আক্রমণ করেন৷

লোকসভা নির্বাচনের আগে সারদা, নারদা ইস্যু আবার চাগিয়ে তুলেছে বিজেপি৷ বিভিন্ন জনসভায় নেতারা পুরানো ইস্যুকে সামনে রেখেই বক্তব্য রাখছেন৷ মমতা ঘনিষ্ট চলচিত্র নির্মাতা শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করেছে সিবিআই৷ বৃহস্পতিবার সকালেই মমতার রাজনৈতিক জীবনের পুরানো সঙ্গী মানিক মজুমদারের বাড়িতে সিবিআই এবং ইডি হানা দিয়েছে৷ মানিকবাবু মমতার প্রাক্তন আপ্ত সহায়ক৷

মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটের ৩০বি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কাছাকাছিই থাকেন মানিকবাবু৷ সিবিআই সূত্রে যা খবর, আগে সিবিআইয়ের ডাক পেলেও দফতরে গিয়ে অফিসারদের সঙ্গে তিনি দেখা করেননি৷ তাঁর বয়সই সিপিআই দফতরে যাওয়ার জন্য বাধা হয়েছে – বারবার বলেছেন মানিক৷ তবে বৃহস্পতিবার সিবিআই এবং ইডি’র অফিসাররা মানিকবাবুর বাড়িতে ঢোকার মুখে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন৷ তল্লাশি কিছুটা অসমাপ্ত রেখেই ফিরে যায় গোয়েন্দারা৷ সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের পার্টি তহবিল এবং মুখ্যমন্ত্রীর ছবি বিক্রি সংক্রান্ত তথ্য মানিক মজুমদারের থেকে জানতে চায় সিবিআই৷
রাজনৈতিক সভাতে বিজেপির কেন্দ্রীয় সভাপতি অমিত শাহ মমতাকে ছবি নিয়ে আক্রমণ করেছেন৷ বলেছেন, মমতার ছবির খদ্দেরা হলেন চিটফান্ডের মালিকরা৷ সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে নোটিশ ধরিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক চন্দ্রীমা ভট্টাচার্য৷ চন্দ্রীমা বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিটফান্ড কর্তাদের ছবি বিক্রি করেছেন তা প্রমাণ করে দেখাক অমিত শাহ৷ কাঁথির মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে উনি যা যা বলেছেন, প্রমাণ না করতে পারলে মানহানির মামলা করা হবে৷ বুধবার রামপুরহাটে মুখ্যমন্ত্রী মমতা অমিত শাহকে কড়া ভাষায় আক্রমণ করে বলেছিলেন, অর্ধশিক্ষিত …গর্ধশিক্ষিতরা বাংলার ব্যাপারে কী বা জানে …৷ ‘‘রাজ্যের হাতেও সিআইডি আছে, এসটিএফ আছে৷ আর্থিক দূর্নীতি ধরার ব্যবস্থা আছে৷ আমরাও চাইলে তদন্ত শুরু করতে পারি৷’’ এই সব কিছুর থেকে মমতার হয়তো অনুমান, সিবিআই বা এজেন্সি নিয়ে তাঁকেও টার্গেট করতে পারে বিজেপি৷

বাংলাদেশ সময়: ২০:৫৬:৫৭   ১৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ