পরীক্ষা ব্যবস্থাপনায় তদারকিতে রয়েছে ২৩ ম্যাজিস্ট্রেট: রাব্বী মিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরীক্ষা ব্যবস্থাপনায় তদারকিতে রয়েছে ২৩ ম্যাজিস্ট্রেট: রাব্বী মিয়া
শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯



---

নতুন সরকার গঠনের পর এটাই প্রথম এসএসসি পরীক্ষা। সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সকল পরীক্ষা কেন্দ্রে সকাল থেকে সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে। সরকার এসএসসি পরীক্ষাকে সুষ্ঠু শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশ করার লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে ।

আমরাও সকলকে নিয়ে চেষ্টা করছি যাতে শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অংশগ্রহণ করতে। আমরা প্রশ্নপত্র ফাঁস না করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা ইতোমধ্যে গ্রহণ করেছি । আমাদের একটাই লক্ষ্যে কোনো মতে যাতে প্রশ্ন ফাঁস না হয়।

এ লক্ষ্যে নিয়োজিত করা হয়েছে ২৩ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট যারা নিবিড়ভাবে তদারকি করবেন আইন শৃংখলা পরিস্থিতসহ সার্বিক পরীক্ষা ব্যবস্থাপনা। প্রশ্নপত্র ফাঁস হয়ার মত ঘটনা নারায়ণগঞ্জে এর আগেও ঘটেনি আশা করি এবারও ঘটবে না ।

শনিবার ( ২ ফেব্রুয়ারি ) সকালে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনাদের সকলের সহযোগীতা চাই অভিভাবক এবং যারা নারায়ণগঞ্জে নেতৃবৃন্দ রয়েছে তাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা শান্তিপূর্ণ ও প্রশ্নপত্র ফাঁসরোধ সহ সকল অপচেষ্টা প্রতিরোধ করে এস এস সি আমরা পরীক্ষা নির্বিঘেœ শেষ করতে পারবো ।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোচিং বন্ধ রয়েছে বন্ধ থাকবে সরকার যে নিয়ম করেছে সেই ভাবে থাকবে । আর যদি খোলা থাকে তাহলে আমাদের কাছে নাম সহ তালিকা দিতে হবে ।

বাংলাদেশ সময়: ২১:৪৬:০৪   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ