ফতুল্লায় মবিল গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় মবিল গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড
শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯



---

ফতুল্লায় এশিয়ান স্পিনিং মিল কারখানার মবিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় চার ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই কারখানাটির গুদামে রাখা বিপুল পরিমান মবিল পুড়ে নষ্ট হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে সদর উপজেলার ফতুল্লার নন্দলালপুর এলাকায় প্রাইম টেক্সটাইলের পাশে অবস্থিত কারখানার ওই মবিলের গোডাউনে আগুন লাগে। আগুন লাগার মূহুর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে।

আগুনের ধোঁয়া ও লেলিহান শিখা আশপাশ এলাকায় আচ্ছন্ন হয়ে পড়লে আতংক ছড়িয়ে পড়ে। আতংকে কারখানার শ্রমিকসহ এলাকাবাসী রাস্তায় এসে জড়ো হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সাভির্সের ৬টি ইউনিট পরে আরো তিনটি ইউনিট এসে পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ।

এদিকে গোডাউনের পাশে থাকা সুমা স্টিল রোলিং মিলের আগুনের ফুলকি গোডাউনে আসায় এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে দাবী করছেন ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার শাহ-জাহান।

তার দাবী এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝুঁকি নিয়ে গোডাউনের বেশ কিছু মবিলের ড্রাম ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিরাপদে সরিয়ে আনা গেছে।

তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমান সম্পর্কে এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।

ঢাকার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক মামুন মাহমুদ জানান, আগুনের তীব্রতা অনেক ছিলো। মবিলের আগুন হওয়ায় এখানে পানি দিয়ে কোন কার্যকারিতা পাওয়া যাবে না। তাই ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

অগ্নিকান্ডের ঘটনার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পর আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ২২:০০:৩৭   ২৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ