ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯



---

ইমাম মূসা কাজেম (আ) ইন্তেকাল
১২৮ হিজরীর ৭ই সফর নবী বংশের অন্যতম সেরা সন্তান ইমাম মূসা কাজেম (আ) ইন্তেকাল করেন। এক জটিল যুগ সন্ধিক্ষণে ইমাম মূসা কাজেম আবির্ভুত হয়েছিলেন। সে সময় সমাজে ইসলামী মূল্যবোধ তলানীতে এসে ঠেকেছিলো। খলিফা এবং শাসকরা জনগণের সেবক হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে তারা ফেতনা ফেসাদ, দুর্নীতি ও বিভিন্ন অপকর্মের মাধ্যমে ধন-সম্পদ, অর্থ-বিত্ত আহরণে মেতে উঠেছিলো।তার পিতা ইমাম সাদেক(আঃ) যে শিক্ষা ধারা গড়ে তুলেছিলেন ইমাম মুসা কাজেম সে ধারাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নেন। ইমাম মুসা কাজেমকে কেন্দ্র করে জ্ঞানী গুনী ব্যক্তিদের একটি পরিমন্ডল মদিনায় গড়ে ওঠে। ইমামের অসংখ্য ছাত্র সে সময় মক্কা, মদিনা, কুফা, বসরা, মিশর ও মরোক্কতে ছড়িয়ে পড়েছিলেন। এভাবে ইমাম ইসলামের শিক্ষাকে উজ্জীবিত করে তোলার সাধনায় অবিচল ছিলেন। ইমাম এভাবে সেসময় সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যের রুপরেখা স্পষ্ট করে তুলে ধরেন।

ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনিত
১৯৬৯ সালের এ দিনে ইয়াসির আরাফাতকে প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশনের চেয়ারম্যান হিসেবে মনোনিত করা হয়। ইয়াসির আরাফাতের পুরো নাম হলো, মোহাম্মদ আবদুর রহমান আবদুর রউফ আরাফাত আল কৌদওয়া আল হুসাইন। তিনি সাধারণ ভাবে ইয়াসির আরাফাত বা আবু আম্মার হিসেবে পরিচিত ছিলেন। তার জন্ম হয়েছিলো ১৯২৯ সালে। ১৯৫৯ সালে তিনি ফাতাহ প্রতিষ্ঠা করেছিলেন। ২০০৪ সালের ১১ই নভেম্বর তিনি প্যারিসে চিকিৎসারত অবস্থায় পরলোকগমন করেন। ইসরাইলের বিষ প্রয়োগের ফলে ইয়াসির আরাফাত অসুস্থ হয়ে পড়ছিলেন এবং শেষ পর্যন্ত সেই বিষ ক্রিয়ায় তিনি পরলোকগমন করেছিলেন।
ফিলিক্স মেনডেলসন বার্থোলডি জন্ম
১৮০৯ সালের এ দিনে জার্মানীর বিখ্যাত সুর¯্রষ্টা এবং সংগীতবিদ ফিলিক্স মেনডেলসন বার্থোলডি জন্মগ্রহণ করেছিলেন। ৯ বছর বয়সে তিনি প্রথম পিয়ানো শিল্পী হিসেবে জন সম্মুখে আসেন। ১১ বছর বয়সে নিজসৃষ্ট সূর লহরী পরিবেশন করেন। এ ভাবে অল্প বয়সেই তিনি জার্মানীর শিল্প ভুবনে আসন করে নেন। খ্যাতিমান এই সূর ¯্রষ্টা এবং সংগীতবিদ মাত্র ৩৮ বছর বয়সে ১৮৪৭ সালে পরলোকগমন করেন ।

সাইমন কমিশন ভারতে আগমন
১৯২৮ সালের এ দিনে ভারতবর্ষের স্বাধীনতার ব্যাপারে আলোচনা করার জন্য সাইমন কমিশন ভারতে আগমন করে। ইংরেজদের বিতাড়নের জন্য ভারতব্যাপী যে অসহযোগ আন্দোলন চলছিলো সে সময় তা ব্যর্থ হয়ে যায়। আর এ পরিপ্রেক্ষিতে ১৯২৭ সালে বৃটিশ সরকার ভারতে রাজনৈতিক সংস্কারের জন্য একটি কমিশন গঠন করে। স্যার জন সাইমন সহ অপর ছয়জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয় এবং এই কমিটিতে একজনও ভারতবাসী ঠাই পায় নি। ভারতবাসীরা এই কমিশনকে নিজেদের প্রতি অপমান হিসেবে গণ্য করে।

মুদ্রন শিল্পের জার্মান পুরোধা ইত্তহান গুটেনবার্গের মৃত্যু (১৪৬৮)
লন্ডন সম্মেলনে ফ্রান্স, রাশিয়া ও ব্রিটেনের তত্ত্বাবধানে গ্রিস স্বাধীনতা ঘোষণা করে (১৮৩০)
বুলগেরিয়া-তুরস্ক যুদ্ধ শুরু (১৯১৩)
যুক্তরাষ্ট্র ও জার্মানির কূটনৈতিক সম্পর্ক ছিন্ন (১৯১৭)
লীগ অব নেশনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত (১৯১৯)
ভিয়েতনামে কমিউনিস্ট পার্টি গঠিত (১৯৩০)
নিউজিল্যান্ডের হকস উপসাগরে ভূমিকম্পে ২৫৬ জন নিহত (১৯৩১)
সোভিয়েত ইউনিয়নের মানববিহীন মহাকাশ যানের চাঁদে অবতরণ (১৯৬৬)
মোজাম্বিক ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের প্রেসিডেন্ট ড: এদুয়ার্দো মোন্ডলেন তাঞ্জানিয়ায় টাইম বোমায় নিহত (১৯৬৯)
রাজধানী আদিস আবাবায় ইথিওপিয়ার রাষ্ট্রপ্রধান জেনারেল তারাফি বান্টি গুলিবিদ্ধ হয়ে নিহত (১৯৭৭)
প্যারাগুয়েতে সামরিক অভ্যুত্থান (১৯৮৯)
চীনের লিজিয়াংয়ে ভূমিকম্পে ২১০ জন নিহত (১৯৯৬)

বাংলাদেশ সময়: ১৩:৫৮:৩৬   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ