কুড়িগ্রামে কলেজছাত্রের লাশ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রামে কলেজছাত্রের লাশ উদ্ধার
বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯



---

কুড়িগ্রাম শহরের পৌর এলাকার ৭নং ওয়ার্ডের উত্তর কামারপাড়া গ্রাম থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হাবিবুর রহমান (২০)।

তিনি কুড়িগ্রাম শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও চিলমারী উপজেলার ঢুসমারা থানার গোয়ালের চর গ্রামের আবুল হোসেনের ছেলে।

শিক্ষার্থীর লাশ উদ্ধারের খবর পেয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে হাবিবুরকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তার পা বাঁধা অবস্থায় পেটে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। নিহতের পকেট থেকে দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে।

নিহত হাবিবুরের চাচাতো ভাই সানোয়ারের বরাত দিয়ে ওসি আরও জানান, ‘হাবিবুর কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণিতে পড়ার পাশাপাশি স্থানীয় আদালতে আইন সহায়তাকারী (মহুরি) হিসেবে কাজ করতেন। বোনের পরিবারের সঙ্গে পৌর এলাকার উত্তর কামার পাড়ার সুরুজ্জামান নামে এক ব্যক্তির বাড়িতে থাকতেন।

লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।’

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, ‘এ হত্যাকান্ডের পেছনে কে বা কারা রয়েছে তা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। আশা করছি খুব শিগগিরই হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করা যাবে।’

বাংলাদেশ সময়: ১৫:০৬:৪০   ১৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ