পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সারা দেশে সার্বিকভাবে উন্নয়নের একটা কর্মযজ্ঞ চলছে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ সকল ক্ষেত্রে সরকার সমানভাবে কাজ করছে। পাশাপাশি সাহিত্য শিল্পকলায়ও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালা গ্যালারিতে আর্টহক নামক এক প্রতিষ্ঠানের আয়োজনে চার দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
মন্ত্রী বলেন, ‘এক সময় আমরা চোরাগলির পথে ঘুরেছি। আমরা এখন সামনে এগোতে চাই। নতুন প্রজন্ম যাতে একুশ শতকের জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা ও শিল্পকলার আধুনিক পৃথিবীর সাথে সংযোগ স্থাপন করে তাল মিলিয়ে চলতে পারে সে পথে যেতে চাই।’ তিনি ইতিহাস শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘আমাদের পরিচয় আমরা বাঙালি এবং বাঙালি হিসেবেই যেন আমাদের পরিচয় প্রতিষ্ঠা পায়।’ অনুষ্ঠানে হলিক্রস কলেজের সাবেক শিক্ষক জুলেখা মান্নান ও প্রদর্শনীর উদ্যোক্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইয়ান মাহবুব বক্তৃতা করেন। প্রদর্শনীতে নতুন প্রজন্মসহ দেশের প্রথিতযশা চিত্র শিল্পীর চিত্রকর্ম স্থান পায়।
বাংলাদেশ সময়: ২০:৫২:১১ ২০২ বার পঠিত