‘দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হবে’
বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯



---

পাবনায় রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হলে দক্ষিণাঞ্চলে আরেকটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড ডিফেন্স কলেজে কোর্স সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা নির্মাণ করছি। পারমানবিক ক্লাবে বাংলাদেশ এখন যোগ দিয়েছে। পারমানবিক শক্তিকে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবহার করছি এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ চলছে। রূপপুরে এটা শেষ হলে পরবর্তীতে আমরা দক্ষিণাঞ্চলে আমরা আরেকটি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করব।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের দশ বছরের অভাবনীয় উন্নয়নের সুফল এখন জনগণ পাচ্ছে। আজকে আমরা মর্যাদা পেয়েছি, উন্নয়নের রোল মডেল। আজকে আমরা উন্নয়নশীল দেশ। দারিদ্র্যের হার কমিয়ে আমরা ২১.৮ শতাংশে নামিয়ে এনেছি। দেশের মানুষের গড় আয়ু বেড়ে এখন ৭২ বছর হয়েছে। জিডিপির প্রবৃদ্ধির হার ৭.৮ ভাগ।

প্রধানমন্ত্রী বলেন, অবকাঠামোগত উন্নয়রে রাস্তাঘাটের পাশাপাশি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ৯৬ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন বিদ্যুৎ উৎপাদন ছিল ১৬শ মেগাওয়াট। এখন আমরা সেটাকে ২০ হাজার মেগাওয়াটে উন্নীত করেছি।

ঢাকার সঙ্গে সারাদেশের দ্রুত যোগাযোগের লক্ষ্যে সড়ক, নৌ ও রেলপথের ব্যাপক উন্নয়ন পরিকল্পনা ও কাজ চলছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সেই উন্নয়নের ফলেই জনগণ তাঁর সরকারকে একাদশ জাতীয় সংসদে ফের নির্বাচিত করেন বলেও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:২৫   ১৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ