তৃতীয়বারের মতো ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করলো বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার-বিওয়াইএলসি। বৃহস্পতিবার ইসমাইলি জামাতখানা অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্টে (ওপিডি) হয় এই ফেয়ার।
আয়োজনে সার্বিকভাবে সহায়তা করে আগা খান ফাউন্ডেশন এবং রিজওয়ান আদাতিয়া ফাউন্ডেশন। এবারের ক্যারিয়ার ফেয়ারে মেধাবী তরুণদের খুঁজছে এমন বেসরকারি এবং অলাভজনক খাতের ২২টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং ৩০০ জন বিওয়াইএলসি গ্র্যাজুয়েট অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী নসরুল হামিদ এমপি। তিনি বলেন, ‘বিওয়াইএলসি শুধু দেশের তরুণদের মাঝে বিশ্লেষণধর্মী চিন্তা এবং নেতৃত্বের দক্ষতা গড়ে তোলার কাজটিই করছে না বরং চাকুরি প্রত্যাশী তরুণ এবং চাকুরিদাতাদের মাঝে যোগাযোগ তৈরির মাধ্যমে অর্থনৈতিক সুযোগও সৃষ্টি করছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা এবং সভাপতি ইজাজ আহমেদ।
বাংলাদেশ সময়: ১৫:০১:৪২ ১৬২ বার পঠিত