আট সংসদীয় স্থায়ী কমিটি গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আট সংসদীয় স্থায়ী কমিটি গঠন
বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯



---

ঢাকা, ০৭, ফেব্রুয়ারি, ২০১৯(নিউজটুনারায়ণগঞ্জ) : একাদশ জাতীয় সংসদের প্রথম (২০১৯ খ্রিঃ প্রথম) অধিবেশনের ০৬/০২/২০১৯ তারিখের বৈঠকে ডেপুটি স্পীকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি ৮টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ সদস্যদের নাম প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।

তৃতীয় দিনে ৮টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হল সেগুলো হচ্ছে- অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। এ নিয়ে ১৫টি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

অর্থমন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। কমিটির অন্য সদস্যরা হলেন-অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি, প্রতিমন্ত্রী আব্দুস শহীদ এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, নাজমুল হাসান পাপন এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, বেগম সেলিমা আহমদ এমপি ও রানা মোহাম্মদ সোহেল এমপি।

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি। কমিটির অন্য সদস্যরা হলেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি, এ কে এম ফজলুল হক এমপি, হাবিবুর রহমান মোল্লা এমপি, শামীম ওসমান এমপি, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী এমপি, আবু রেজা মোঃ নেজামউদ্দীন এমপি, মোহাম্মদ সাহিদুজ্জামান এমপি ও কাজিম উদ্দিন আহম্মেদ এমপি।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদকে এমপি। কমিটির অন্য সদস্যরা হলেন- বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি এমপি, আ ক ম বাহাউদ্দিন এমপি, মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি, মোহাম্মদ হাছান ইমাম খাঁন এমপি, তাহজীব আলম সিদ্দিকী এমপি, সেলিম আলতাফ জর্জ এমপি ও লিয়াকত হোসেন খোকা এমপি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপি। এই কমিটির অন্য সদস্যরা হলেন-ভারপ্রাপ্ত মন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, আ ফ ম রুহুল হক এমপি, মহিবুর রহমান মানিক এমপি, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এমপি, ইউনুস আলী সরকার এমপি, মোঃ মনসুর রহমান এমপি ও মোঃ আব্দুল আজিজ এমপি।

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি। এই কমিটির সদস্যরা হলেন-ভারপ্রাপ্ত মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নুরুল ইসলাম নাহিদ এমপি, হাজী মোঃ সেলিম এমপি, আতিউর রহমান আতিক এমপি, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, মোঃ আব্দুল হাই এমপি, মোঃ আয়েন উদ্দিন এমপি ও আতাউর রহমান খান এমপি।

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী এমপি। এই কমিটির অন্য সদস্যরা হলেন ভারপ্রাপ্ত মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি, মোঃ মোসলেম উদ্দিন এমপি, ওমর ফারুক চৌধুরী এমপি, আব্দুল মান্নান এমপি, মোঃ মামুনুর রশীদ কিরন এমপি, আনোয়ারুল আবেদীন খান এমপি ও জয়া সেনগুপ্তা এমপি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এমপি। কমিটির অন্য সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী এ কে আব্দুল মোমেন এমপি, প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি, নুরুল ইসলাম নাহিদ এমপি, গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি, মোঃ আব্দুল মজিদ খান এমপি, ডা. মোঃ হাবিবে মিল্লাত এমপি, নাহিম রাজ্জাক এমপি, কাজী নাবিল আহমেদ এমপি ও নিজাম উদ্দিন জলিল এমপি।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খন্দকার মোশাররফ হোসেনকে এমপি। কমিটির অন্য সদস্যরা হলেন-ভারপ্রাপ্ত মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি, মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি, শেখ আফিল উদ্দিন এমপি, রেবেকা মমিন এমপি, রাজী মোহাম্মদ ফখরুল এমপি, মোঃ শাহে আলম এমপি, মোঃ ছানোয়ার হোসেন এমপি ও আব্দুস সালাম মুর্শেদী এমপি।

বাংলাদেশ সময়: ১৫:২৩:০১   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ