চিটফান্ড-কান্ডে চাঞ্চল্যকর মোড়! বাংলায় আসছেন আরও ১০ জন দক্ষ সিবিআই অফিসার। এক এসপি পদ-মর্জাদার সিবিআই আধিকারিকের নেতৃত্বে এই দল আসছেন। এক এসপি পদ মর্জাদার অফিস ছাড়াও এই দলে রয়েছেন দুজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার(এএসপি)। রয়েছেন ডিএসপি পদমর্জাদার দুজন সিবিআই আধিকারিক।
আগামীকাল শুক্রবার সিবিআইয়ের এই বিশেষ তদন্তকারী দল কলকাতায় পা রাখবে বলে জানা গিয়েছে। শুধু সারদাই নয়, রোজভ্যালি সহ বাংলায় সমস্ত চিটফান্ড মামলার তদন্ত করবে এই বিশেষ সিবিআই দল। আগামী মার্চ মাস পর্যন্ত এই বিশেষ দল কলকাতাতেই থাকবে বলে জানা গিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বাংলায় চিটফান্ড মামলার গতি বাড়াচ্ছে সিবিআই। শাসকদল তৃণমূল কংগ্রেসের উপর চাপ বাড়াতেই কি মোদী সরকারের এই গেম-প্ল্যান? উঠছে প্রশ্ন। যদিও ভোটের সঙ্গে এই বিষয়ে কোনও যোগ নেই বলেই জানাচ্ছেন সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলার তদন্ত চলছে। এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই বলেই জানাচ্ছেন তাঁরা।
প্রসঙ্গত, সারদা কেলেঙ্কারির তদন্তে কলকাতা পুলিস কমিশনার রাজীব কুমারকে সিবিআই-এর জেরার প্রসঙ্গে তোলপাড় রাজ্য। রাজ্য রাজনীতির সেই আঁচ গিয়ে পড়েছে দিল্লিতেও। অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। কিন্তু হাজার ‘বাধা’ পেলেও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যে চিটফান্ড তদন্তে কোনওরকম ঢিলে দিতে রাজি নয়, তা আরও একবার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল সিবিআই।
বাংলাদেশ সময়: ১৬:১৯:৪৬ ১৬৮ বার পঠিত