১৩৫৭ সালের ২০ শে বাহমান অর্থাৎ ১৯৭৯ সালের এ দিনে ইরানের বিমান বাহিনীর সদস্যরা ইমাম খোমেনী (রহ)এর আনুগত্য গ্রহণ করার খবরে ক্ষিপ্ত হয়ে শাহের দেহরক্ষী বাহিনী তেহরানে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালায়। তেহরানের জনগণের মধ্যে এ হামলার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে জনগণ বিমান বাহিনীর সদস্যদের সমর্থনে সে ঘাঁটিতে দলে দলে জড়ো হতে থাকে। তাদের হাতে লাঠি সোটা বা মান্ধাতার আমলের অস্ত্র-শস্ত্র ছাড়া আর কিছুই ছিলো না। কিন্তু তারপরও তাদের মোকাবেলায় শাহের বাহিনী পরাস্ত হয়ে যায় এবং এভাবে তেহরানে শাহের বাহিনীর চূড়ান্ত পরাজয়ের পথ প্রশস্ত হয়।
ফার্সি ১৩৬৪ সালের ২০ শে বাহমান অর্থাৎ ১৯৮৬ সালের এ দিনে ৮ম ওয়ালি আসর নামে এক সেনা অভিযান শুরু করা হয়েছিলো। ইরানের দুর্জয় এবং দুঃসাহসী সেনারা হানাদার ইরাকের বাহিনীর বিরুদ্ধে এ অভিযান চালায়। অভিযানের প্রথম দিনেই ইরানের সেনারা আরবান্দ নদী অতিক্রম করে ইরাকের ফাও শহর দখল করে নেয়। তাদের এই অভিযান ইরাকি বাহিনীর কাছে অপ্রত্যাশিত ছিলো। ইরানি বাহিনীর সমর কুশলতা এবং সমর পরিকল্পনার প্রণয়নে দক্ষতা বিশ্বের সমরবিদদের হতবাক এবং ইরাকি বাহিনীকে কিংকর্তব্যবিমুঢ় করে দেয়। ফাও শহর দখলের লড়াইয়ে অন্তত ৫০ হাজার ইরাকি হতাহত, প্রায় ৬০০ ট্যাংক ও সাঁজোয়া গাড়ি ধ্বংস এবং ৪৫টি বিমান ধ্বংস হয়েছে। এই অভিযানের মাধ্যমে ইরানের ভূমি ত্যাগ করার এবং যুদ্ধ বন্ধ করার জন্য সাদ্দামের উপর চাপ সৃষ্টি করা হয়।
১৭২৫ সালের এ দিনে রাশিয়ার স¤্রাট পিটার দ্য গ্রেট পরলোকগমন করেন এবং তার স্ত্রী ক্যাথারিন রাশিয়ার সিংহাসনে আরোহণ করেন। ১৬৯৬ সালে পিটার দ্যা গ্রেট রাশিয়ার জার হিসেবে আত্মপ্রকাশ করেন। তার শাসন আমলে পশ্চিম ইউরোপের আদলে রাশিয়ার সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সংস্কার সাধন করা হয়। তিনি ১৭২১ সালে রাশিয়ার ঐতিহ্যবাহী জার পদবি ত্যাগ করে স¤্রাট উপাধি গ্রহণ করেন। তিনি রাশিয়ার নতুন রাজধানী হিসেবে পিটার্সবার্গের প্রতিষ্ঠা করেন। তার আমলে রাশিয়া রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ভৌগোলিক দিক থেকে ইউরোপের একটি শ্রেষ্ঠ শক্তিতে পরিণত হয়েছিলো।
১৯৬৩ সালের এ দিনে আবদুস সালাম আরেফ বার্থ পার্টির কর্মকর্তাদের সহায়তায় এক রক্তাক্ত সেনা অভ্যুত্থানের মাধমে ইরাকের ক্ষমতা গ্রহণ করেন। তিনি বিমান বাহিনীর সহযোগিতায় ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট আবদুল করিম কাসেমের বাসভবনে বোমা বর্ষণ করান। এখানে উল্লেখ্য যে, ১৯৫৮ সালে এক রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে ইরাকের শেষ বাদশাহ ফায়সালকে হত্যা করে কাসেম ক্ষমতা গ্রহণ করেছিলো। সে সময় ফায়সালের পরিবারের অনেকেই নির্মমভাবে নিহত হয়েছিলো। ১৯৬৬ সালে এক সন্দেহজনক বিমান দুর্ঘটনায় আবদুস সালাম নিহত হওয়ার পর তার ভাই আবদুর রহমান আরেফ ইরাকের শাসন ক্ষমতা গ্রহণ করেন।
১৯০৪ সালের ৮ই ফেব্রুয়ারি রুশ-জাপান যুদ্ধের সূচনা হয়। জাপান মাঞ্চুরিয়া এবং কোরিয়াকে খন্ডিত করার যে পরিকল্পনা গ্রহন করেছিলো এর আগে রাশিয়া তা প্রত্যাখান করে। জাপান চীনের পোর্ট আর্থারে অবস্থিত রুশ নৌ ঘাঁটিতে হামলা করে। এই হামলায় রাশিয়ার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় এবং নৌ বহর প্রায় ধ্বংস হয়ে যায়। ১৯০৫ সালের জানুয়ারি মাসে জাপান পোর্ট আর্থার দখল করে নেয়। এ ছাড়া আরো দুইটি গুরুত্বপূর্ণ যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। ১৯০৫ সালের আগষ্ট মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট থিউডোর রুজভেল্টের মধ্যস্থতায় এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধের মধ্য দিয়ে আধুনিককালে বিশ্ব শক্তি হিসেবে জাপানের উদ্ভব ঘটে।
১৯১৫ সালের এ দিনে ডি ডব্লিউ গ্রিফিথ নির্মিত ঐতিহাসিক ছবি বার্থ অব এ নেশন প্রথম প্রদর্শিত হয়। লস অ্যাঞ্জেলেসের ক্লানস অডিটেরিয়ামে এই ছবি প্রদর্শিত হয়েছিলো। নিবার্ক এই সিনেমা যুক্তরাষ্ট্রের প্রথম কাহিনী চিত্র। তিন ঘন্টার এই সিনেমায় গ্রিফিথ সেসব সিনে কৌশলের ব্যবহার করেছেন তার অনেকগুলো আজকের যুগেও ব্যবহৃত হয়। তবে বার্থ অব নেশনকে প্রচন্ড বর্ণবাদী ছবি হিসেবে মনে করা হয়। এ জাতীয় বর্ণবাদী সিনেমা আর নির্মিত হয় নি।
মোগল সেনাপ্রধান দারা শিকোহর পারস্যের কান্দাহারে প্রথম অভিযান (১৯৩৯)
ক্যাথরিন রাশিয়ার রানী নিযুক্ত (১৭২৫)
আন্দামানে শের আলী নামের এক বন্দির হাতে ভারতের ভাইসরয় লর্ড মেয়ো নিহত (১৮৭২)
রাশিয়া-জাপান যুদ্ধ শুরু (১৯০৪)
আমেরিকায় বয় স্কাউট গঠন (১৯১০)
প্রেসিডেন্ট ওয়ারের জি হার্ডিং হোয়াইট হাউসে রেডিও স্থাপন করেন (১৯২২)
যুক্তরাষ্ট্রের কারসন সিটিতে নেভাদা রাজ্য কারাগারে প্রথম গ্যাস প্রয়োগে মৃত্যুদ- কার্যকর (১৯২৪)
ত্রিশ বছর প্রবাসে থাকার পর হো-চি-মিনের গোপনে ভিয়েতনাম আগমন (১৯৪১)
মার্কিন সিনেটে ওয়াটার গেট কেলেঙ্কারি তদন্তের জন্য ৭ সদস্যের একটি কমিটি মনোনয়ন (১৯৭৩)
মহাশূন্যে ৮৪ দিন কাটানোর পর মহাশূন্য স্টেশন স্কাইল্যাবের তিনজন ক্রুর পৃথিবীতে প্রত্যাবর্তন (১৯৭৪)
বোরখার বিরুদ্ধে অর্ধলক্ষাধিক ইরানী নারীর বিক্ষোভ (১৯৭৯)
আজোরেস পার্বত্য এলাকায় ইতালির পর্যটকবাহী আমেরিকান একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৪৪ জন নিহত (১৯৮৯)
মহীশূরে প্রিমিয়ার স্টুডিওতে অগ্নিকা-ে ৪০ জনের মৃত্যু। ব্যাপক ক্ষয়-ক্ষতি (১৯৮৯)
বাংলাদেশ সময়: ১৪:৩৭:৩৩ ২২৫ বার পঠিত