প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বার্মিংহামে আলোচনাসভা অনুষ্ঠিত

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বার্মিংহামে আলোচনাসভা অনুষ্ঠিত
শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯



---

সিলেটের কৃতী সন্তান জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে এম আব্দুল মোমেনকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের উদ্যোগে বার্মিংহামে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বার্মিংহামের বাংলাদেশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে ৬ জানুয়ারি বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের অনুষ্ঠিত এ আলোচনাসভায় বক্তারা ড. এ কে এম আব্দুল মোমেনকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বলেন, যোগ্য ব্যক্তিকেই যোগ্যস্থানে অধিষ্ঠিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কূটনৈতিক বিষয়ে ড. এ কে এম আব্দুল মোমেনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নে বিশ্ববাসীর সহযোগিতা অব্যাহত রাখতে ড. এ কে এম আব্দুল মোমেনের কর্মর্স্পৃহা অত্যন্ত কার্যকরী হবে বলেও বক্তারা মতামত ব্যক্ত করেন।

বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব নাসির আহমেদের সভাপতিত্বে, সেক্রোটারী আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই ও বাংলাদেশ কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ও বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বার্মিংহামের বাংলাদেশি সহকারী হাইকমিশনার মোহাম্মদ নাজমুল হক।
বক্তব্য রাখেন কমিউনিটি নেতা এ কে আজাদ চৌধুরী এমবিই, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সহসভাপতি আলহাজ্ব কামরুল হাসান চুনু, বার্মিংহাম আওয়ামী লীগের সহসভাপতি শাহ রুকন আহমেদ, তফাজ্জুল হোসেন চৌধুরী, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের সেন্টার ম্যানেজার এমদাদ হোসেইন, বার্মিংহাম আওয়ামী লীগের দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম, বার্মিংহাম আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক হোসাইন আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দিপু শেখ, বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ, ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগের সভাপতি মাহমুদ আলী, মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তছলু, বার্মিংহাম যুবলীগের যুগ্ম সম্পাদক মোসাদ্দেক আহমেদ শ্যামল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:১৫:০১   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ