হ্যানয়ে বসছেন ট্রাম্প-কিম

প্রথম পাতা » আন্তর্জাতিক » হ্যানয়ে বসছেন ট্রাম্প-কিম
শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯



---

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উন। এ বৈঠক উপলক্ষে যুক্তরাষ্ট্র কর্মকর্তা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন যু্ক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

সম্প্রতি আগামী ২৭ ফেব্রুয়ারি ভিয়েতনামে বৈঠকের ঘোষণা দিলেও সেটি দেশটির কোথায় অনুষ্ঠিত হবে তা জানানো হয় নি। শোনা যাচ্ছিলো দেশটির হ্যানয় বা ডা ন্যাং শহরে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তবে শেষ পর্যন্ত হ্যানয়কে বৈঠকের স্থান হিসেবে নিশ্চিত করেছে দুই দেশ। খবর বিবিসির।

এ বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্ট টুইট বার্তায় বলেন, আমি চেয়ারম্যান কিমের সঙ্গে দেখা করার ও শান্তি প্রচেষ্টা এগিয়ে নেয়ার প্রত্যাশায় আছি।

পরে আরেক টুইটে তিনি বলেন, কিমের নেতৃত্বে উত্তর কোরিয়া একটি বড় উৎপাদন শক্তিতে পরিণত হবে। তিনি হয়তো কাউকে কাউকে বিস্মীত করছেন কিন্তু আমাকে না। কারণ আমি তাকে জানি এবং তিনি কতটা সক্ষম তা বুঝি। উত্তর কোরিয়ার ভিন্নধর্মী একটি রকেটের মালিক হবে- তা হচ্ছে অর্থনীতি।

জানা গেছে, উত্তর কোরিয়া হ্যানয়কে পছন্দ করেছে, কারণ এখানে তাদের দূতাবাস রয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রের পছন্দ ছিল ড্যা ন্যাং। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শীর্ষ সম্মেলন এখানেই অনুষ্ঠিত হয়।

এর আগে জাতিসংঘের এক গোপন প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখনো অটুট রয়েছে।

এছাড়া মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বলছে, পরমাণু অস্ত্র ও তার উৎপাদন সক্ষমতায় ছাড় দেবে না উত্তর কোরিয়া।

বাংলাদেশ সময়: ১৫:০৯:৪৯   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কানাডায় এলোপাথাড়ি গোলাগুলি, চার বাংলাদেশি আহত
মিয়ানমারের সামরিক অভ্যুত্থান ব্যর্থ করতে চায় জাতিসংঘ - গুতেরেস
ব্রাজিলে করোনায় ২ লাখ ২৭ হাজার ৫৬৩ জনের মৃত্যু
করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৭৬ হাজার ছাড়াল
ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফেসবুক বন্ধ করল মিয়ানমারে সামরিক জান্তা
করোনার বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর স্পুটনিক ভি
করোনার ছোবলে থামছে না প্রাণহানি, মৃত্যুর সংখ্যা ২২ লাখ ৪৭ হাজার
মিয়ানমার ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আজ
তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সিরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত

আর্কাইভ