খাগড়াছড়িতে আওয়ামী লীগের মনোনয়ন চমক

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়িতে আওয়ামী লীগের মনোনয়ন চমক
রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯



---

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির আট উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মনোনয়নে চমক দেখিয়েছে আওয়ামী লীগ। আট উপজেলার মধ্যে নির্বাচনে নতুন মুখ এসেছে পাঁচ উপজেলায়। বয়সে তরুণ এ পাঁচ নতুন মুখ জীবনে প্রথমবারের মতো আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।

খাগড়াছড়ি রামগড়ে পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক বিশ্ব প্রদীপ ত্রিপুরা, মানিকছড়িতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন, মাটিরাঙ্গায় উপজেলা যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, লক্ষীছড়িতে বাবুল চৌধুরী, খাগড়াছড়ি সদরে আওয়ামী লীগ নেতা মো. শানে আলম, দীঘিনালায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. কাশেম, পানছড়িতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বিজয় কুমার দেব এবং মহালছড়িতে ক্যজাই মারমা নৌকার টিকিট পেয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের মধ্যে মো. শানে আলম, হাজী মো. কাশেম ও বিশ্ব প্রতীপ ত্রিপুরা অতীতে একাধিকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মো. শানে আলম খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদরে মো. শানে আলম এবং দীঘিনালায় হাজী মো. কাশেম পাহাড়ের আঞ্চলিক সংগঠন সমর্থিত প্রার্থীর কাছে সামান্য ভোটের ব্যাবধানে পরাজিত হয়েছিলেন। আর রামগড় পৌরসভার বিগত নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে নিজ দলের বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হন বিশ্ব প্রদীপ ত্রিপুরা।

প্রসঙ্গত, চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির ৯ উপজেলার মধ্যে আওয়ামী লীগ শুধু মানিকছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জয় পায়। রামগড় ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জয় পায় ক্ষমতার বাইরে থাকা বিএনপি।

অন্যদিকে মহালছড়ি উপজেলা পরিষদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা) সমর্থিত প্রার্থী এবং অন্য পাঁচটি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জয় লাভ করে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪:৩২:০৮   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো
গুলির উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্রের কারখানা!
ফেনী শর্শদীর ইউপি চেয়ারম্যান সাময়িক বহিষ্কৃত
চট্টগ্রামের নির্বাচনেও মাঠে ছিল না বিএনপি - তথ্যমন্ত্রী
সহিংসতা-সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত
অপহরণের ৫ দিন পর মাদরাসাছাত্র উদ্ধার, আটক বাবুর্চি
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর স্ত্রীর ওপর বিএনপির হামলা
মধ্যরাতে বন্যহাতির তাণ্ডব, প্রাণ গেল ২ কিশোরের
বিত্ত কখনো রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না - তথ্যমন্ত্রী

আর্কাইভ