পাঁচ লাখ টাকা পেয়ে ফিরিয়ে দিলেন ব্যাংক কর্মকর্তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাঁচ লাখ টাকা পেয়ে ফিরিয়ে দিলেন ব্যাংক কর্মকর্তা
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯



---

অটোরিকশায় কুড়িয়ে পাওয়া পাঁচ লাখ টাকার ব্যাগ পেয়ে তা মালিককে ফিরিয়ে দিয়েছেন সারোয়ার জাহান নামের এক ব্যাংক কর্মকর্তা। সততার পরিচয় দেওয়া সারোয়ার জাহান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) নারায়ণগঞ্জ শাখার জুনিয়র অফিসার। তিনি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে।

গতকাল সোমবার রাতে ফতুল্লা থানায় হারানো টাকার মালিক শাহিন শিকদারকে ডেকে ওই টাকা ফেরত দেওয়া হয়। তিনি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী এলাকার বাসিন্দা। এ সময় ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বারেকসহ অন্যান্য পুলিশ সদস্যা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জানতে চাইলে ব্যাংক কর্মকর্তা সারোয়ার জাহান বলেন, ‘গতকাল সোমবার বিকেলে অফিসের কাজ শেষ করে শ্যামপুরের ঢাকা ম্যাচ কারখানার সামনে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে নারায়ণগঞ্জের উদ্দেশে রওয়ানা দেই। অটোরিকশাটিতে ওঠেই দেখি সিটের পাশে একটি ব্যাগ রাখা আছে। ব্যাগটি খুলতেই দেখি অনেকগুলো টাকা ও ছবিসহ পাসপোর্টের একটি ফটোকপি রয়েছে। সিএনজি চালকও বলতে পারেনি ব্যাগের মালিক কে। পরে প্রকৃত মালিকের কাছে টাকাগুলো পৌঁছে দিতে ব্যাগটি ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদেরের কাছে হস্তান্তর করি।’

ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বারেক আরটিভি অনলাইনকে জানান, যে সিএনজিচালিত অটোরিকশা থেকে টাকাগুলো পাওয়া যায় তার চালক সোহাগ মোল্লার বাড়ি মুন্সীগঞ্জ। টাকা হারানোর পর শাহীন শিকদার মুন্সীগঞ্জ সিএনজি স্টেশনে যোগাযোগ করলে সোহাগ মোল্লা তাকে ফতুল্লা নিয়ে আসেন। পরে পাসপোর্টের মূল কপি, জাতীয় পরিচয়পত্রসহ উপযুক্ত প্রমাণ দিলে তাকে টাকাসহ ব্যাগ ফেরত দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ব্যাংক কর্মকর্তা সারোয়ার জাহান একজন মহৎ মানুষ। যে কারণে তিনি টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, যেহেতু টাকাগুলো অটোরিকশার মধ্যে পাওয়া গেছে সে কারণে সিএনজি চালক সোহাগ মোল্লা ও ব্যাংক কর্মকর্তা সারোয়ার জাহানের নাম উল্লেখ করে একটি জিডি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৪৭   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ