পিপিপি’র মাধ্যমে বিটিএমসির বন্ধ মিলগুলো পুনরায় চালু করা হবে - বস্ত্র ও পাটমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » পিপিপি’র মাধ্যমে বিটিএমসির বন্ধ মিলগুলো পুনরায় চালু করা হবে - বস্ত্র ও পাটমন্ত্রী
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯



---

বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) বন্ধ টেক্সটাইল মিলগুলো পুনরায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)’র মাধ্যমে চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ।
আজ রাজধানীর কাওরানবাজারে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি) ভবনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো.মিজানুর রহমান ও বিটিএমসি চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান।
গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকার বিটিএমসি’র টেক্সটাইল মিলগুলো সরকারি সহায়তায় কিংবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)’র মাধ্যমে চালু করে টেক্সটাইল পল্লী গড়ে তোলার পরিকল্পনা করছে । যার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে ও বেকার সমস্যার সমাধান হবে ।
তিনি বলেন, গত জোট সরকারের আমলে দেশে বিদ্যুতের ব্যাপক ঘাটতি ছিলো। কিন্তু এখন বিদ্যুতের কোনো অভাব নেই। নতুন শিল্পাঞ্চল চালু করতে হলে যে বিদ্যুতের দরকার দেশে তার কোন ঘাটতি নেই। বন্ধ মিলগুলো পুনরায় চালু করে শিল্পায়নের ধারাকে ত্বরান্বিত করা হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
তিনি বলেন, অব্যবহৃত কোনো জমি ফেলে রাখা চলবে না। যতো বেশি জমি ব্যবহৃত হবে দেশ ততো উন্নয়নের দিকে এগিয়ে যাবে। সুতরাং দেশ এগিয়ে যাচ্ছে নতুন নতুন শিল্প কারখানা সৃষ্টি হচ্ছে। গার্মেন্টস খাত অনেক এগিয়ে গেছে। সামনে আরও এগিয়ে যাবে। এছাড়া পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টশিপ) মাধ্যমে নতুন টেক্সটাইলগুলো কিভাবে আরও দ্রুত সময়ের মধ্যে চালু করার ব্যবস্থা করা যায় তার ব্যবস্থা করা হবে। এজন্য সরকার ও বেসরকারি উদ্যোক্তাদের পরিকল্পনা এবং সহযোগিতা দরকার।
বিটিএমসির ১৬টি মিলকে পিপিপি’র মাধ্যমে চালু করার জন্য তালিকাবদ্ধ করা হয়েছে। এরমধ্যে ২টি মিল পিপিপির মাধ্যমে চালু করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। বাকি মিলগুলো পর্যায়ক্রমে চালু করার প্রক্রিয়া রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:২৫:০৬   ২৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ