আরো সাতটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আরো সাতটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন
বুধবার, ১৩ ফেব্রুয়ারী ২০১৯



---

একাদশ জাতীয় সংসদের জন্য আরও সাতটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে তিনটি কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে।

সংসদ কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট বিধি অনুযায়ী বুধবার তিনটি কমিটির মনোনয়ন দেন স্পিকার। আর চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বাকি চারটি কমিটির প্রস্তাব করলে কণ্ঠভোটে অনুমোদিত হয়।

এর আগে বিগত সাত কার্যদিবসে সংসদে ৪৩টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। আজ গঠিত সাতটি কমিটি নিয়ে আট কার্যদিবসে সংসদে ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হলো। এনিয়ে সংসদের সব স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হলো।

আজ গঠিত কমিটিগুলো হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, সংসদ লাইব্রেরি কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি, পিটিশন কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি।

দবিরুল ইসলামকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, ভারপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রী, আবুল হাসনাত আব্দুল্লাহ, কামরুল ইসলাম, আ ক ম বাহাউদ্দিন নাছিম, দীপাংকর তালুকদার, এবিএম ফজলে কবির চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা ও মীর মোস্তাক আহমেদ রবি।

মেহের আফরোজকে সভাপতি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, মোজাম্মেল হোসেন, শাহজাহান মিয়া, এ এম নাইমুর রহমান ও আবদুল আজিজ।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আব্দুল মতিন খসরু, আনিসুল হক ও নূর-ই-আলম চৌধুরী।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে পিটিশন কমিটির অন্য সদস্যরা হলেন, বেগম মতিয়া চৌধুরী, মো. ফজলে রাব্বী মিয়া, অধ্যাপক আলী আশরাফ, খন্দকার মোশাররফ হোসেন, মহিউদ্দিন খান আলমগীর, আ স ম ফিরোজ, মোতাহার হোসেন, মইন উদ্দীন খান বাদল ও মশিউর রহমান রাঙা।

আ স ম ফিরোজকে সভাপতি করে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, মোস্তাফিজুর রহমান, ওমর ফারুক চৌধুরী, ইসমাত আরা সাদেক, নারায়ণ চন্দ্র চন্দ, মাহবুব-উল-আলম হানিফ, মির্জা আজম, নজরুল ইসলাম, জিল্লুল হাকিম ও মুহিবুর রহমান মানিক।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করে গঠিত বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির অন্য সদস্যরা হলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা হুসেইন মুহাম্মদ এরশাদ, আমির হোসেন, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. ফজলে রাব্বী মিয়া ও আনিসুল হক।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াকে সভাপতি করে লাইব্রেরি কমিটির অন্য সদস্যরা হলেন, আব্দুল মান্নান, আব্দুল হাই, ওয়ারেসাত হোসেন বেলাল, ছানোয়ার হোসেন, তানভীর ইমাম, শফিকুর রহমান ও ফখরুল ইমাম।

বাংলাদেশ সময়: ২২:২২:৪৬   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ