বন্ধ হচ্ছে আরও এক হাজার ২৭৯ পর্নো সাইট। এসব সাইট বন্ধের নির্দেশ দিয়েছে টেলি যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
বৃহস্পতিবার সকালে দেশের সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইআইজি-কে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এ নির্দেশ দিয়েছে বিটিআরসি। ইতিমধ্যে বিটিআরসির নির্দেশনা মোতাবেক পর্নো সাইট বন্ধ করতে কাজ শুরু করেছে আইআইজিগুলো।
বিষয়টি নিশ্চিত করে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, বিটিআরসির পক্ষ থেকে সহস্রাধিক পর্নো সাইট বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। পর্নো সাইট বন্ধের মাধ্যমে সরকার ইন্টারনেট ব্যবস্থাকে নিরাপদ রাখার যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। এভাবে চলতে থাকলে ইন্টারনেট সেবা নিরাপদ রাখা সম্ভব হবে বলে জানান তিনি।
এর আগে চার দফায় বিটিআরসি প্রায় তিন হাজার পর্নো সাইট (ডোমেইন ও লিংক) বন্ধের নির্দেশ দেয়। আইআইজির সহায়তায় সেগুলো পর্যায়ক্রমে বন্ধ হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪:২৫:৫৪ ২০৭ বার পঠিত