ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস ফি দেয়া যাবে অনলাইনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস ফি দেয়া যাবে অনলাইনে
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৯



---

ব্রিটিশ কাউন্সিল (বাংলাদেশ) এবং এসএসএলকমার্জের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে এখন থেকে এসএসএলকমার্জের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ব্রিটিশ কাউন্সিলের আইইএলটিএস ফি প্রদান করা যাবে। গত ১০ ফেব্রুয়ারি এস এস এল ওয়্যারলেসের নিউ ইস্কাটন রোডের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
ব্রিটিশ কাউন্সিল একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যারা আন্তর্জাতিক সংস্কৃতি এবং ইংরেজি শিক্ষাবিষয়ক কর্মসূচী নিয়ে বাংলাদেশে কাজ করছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানোর জন্য আইইএলটিএসসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কর্মসূচী, পরামর্শ দান এবং সার্টিফিকেট প্রদান করে থাকে।

এস এস এল ওয়্যারলেস বাংলাদেশের শীর্ষস্থানীয় পেমেন্ট গেটওয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যারা অনুমোদিত পেমেন্ট সিস্টেমস অপারেটর (পিএসও) এবং বাংলাদেশে পিসিআই ডিএসএস কমপ্লায়েন্ট সেবা প্রদানকারী। ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে বাংলাদেশের ডিজিটাল এবং ই-কমার্স খাতে দীর্ঘ সময় ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর এক্সামিনেশন্স জনাব সেবাস্টিন পিয়ার্স, হেড অব এক্সাম ডিস্ট্রিবিউশন আহসানুল আজাদ এবং হেড অব প্রকিউরমেন্ট আশরাফুল ইসলাম। এসএসএল ওয়্যারলেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আশীষ চক্রবর্তী, সিওও, শাহজাদা রেদওয়ান, সিটিও, এম নাওয়াত আশেকিন, হেড অব ই-কমার্স সার্ভিসেস প্রমুখ।

এই চুক্তির ফলে ব্রিটিশ কাউন্সিল (বাংলাদেশ) আশা করছে শিক্ষার্থী এবং সাধারণ মানুষদের মধ্যে অনলাইনে ফি প্রদানের আগ্রহ বাড়বে। ফলে শিক্ষা খাতে ডিজিটাল পেমেন্টের একটি নতুন অধ্যায় সূচিত হল। বাংলাদেশের অন্য শিক্ষা প্রতিষ্ঠানও খুব শিগগির অনলাইন পেমেন্টেস সিস্টেম চালু করবে বলে তারা আশা করছেন।

বাংলাদেশ সময়: ১৪:২৭:২৮   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ